জঙ্গলের প্রাণীদের যে সুন্দর অনুভুতি রয়েছে, তা বোধ হয় মানুষেরও নেই। তবে এই পৃথিবীতে এমন অনেক বন্য প্রাণী রয়েছে, যাদের খুব বিপজ্জনক বলে মনে করা হয় এবং তাদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। সিংহ, বাঘ, চিতাবাঘ, হায়নার মতো প্রাণীগুলিকে তালিকায় রাখা হয়। কিন্তু সব সময়ই যে তারা হিংস্র তেমন নয়। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এমন কেন বলা হচ্ছে। আসলে সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কিন্তু কী দেখা যাচ্ছে ভিডিয়োয়?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি চিতাবাঘের সঙ্গে একটি ছোট্ট হরিণের বাচ্চা দাঁড়িয়ে আছে। সবচেয়ে অবাক ব্যাপার হল চিতাবাঘও বিপজ্জনক শিকারী। কিন্তু তা সত্ত্বেও হরিণের বাচ্চাটিকে আক্রমণ করছে না। চিতাবাঘটি আরাম করে বসে আছে এবং একটি বাচ্চা হরিণ সেখানে লাফিয়ে লাফিয়ে খেলছে। এদিকে চিতাবাঘ দেখতে পায় একটি হায়না তার দিকে আসছে। তারপর যা ঘটল, তা অধিকাংশ নেটিজেনকে হতবাক করেছে। হায়নাকে দেখার সঙ্গে সঙ্গে চিতাবাঘটি ছোট্ট হরিণ ছানাকে মুখে করে নিয়ে গাছে উঠে পড়ল। যাতে তাকে হায়না আক্রমণ করতে না পারে। চিতাবাঘের এভাবে হরিণ ছানার প্রতি ভালবাসা দেখে আপনার মুখে হাসি আসতে বাধ্য।
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে into__the__wyld নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত 3 লাখ 66 হাজারের বেশি ভিউ হয়েছে, যখন 15 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইকও করেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “শিকারী প্রাণী হয়েও এই ধরনের আচরণ সত্যিই অবাক করা।”