AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: রহস্যজনক উল্কাপাতে পালটে গেল তুরস্কের আকাশের রং

তুরস্কের ইজমির শহরের ঘটনা। ৩১ জুলাই দুপুর ২টোর সময় গোটা আকাশে নেমে আসে আঁধার। বিস্ফোরণের সময় প্রচণ্ড আওয়াজ হয়।

Viral Video: রহস্যজনক উল্কাপাতে পালটে গেল তুরস্কের আকাশের রং
| Edited By: | Updated on: Aug 03, 2021 | 12:08 AM
Share

তুরস্কের আকাশে তীব্র বেগে ছুটে এসে ভয়ানক বিস্ফোরণ ঘটায় এক উল্কা। দেখা মনে হবে, অন্য গ্রহ থেকে কোনও এলিয়েন পৃথিবীতে হামলা করছে। প্রথমে সরু একটি আলোর রেখা দেখা যায়। তার পর দেখা যায়, সেই আলোর রেখা আলোকিত করছে এক টুকরো মেঘকে। নীল আলোয় আকাশ ছেড়ে যাচ্ছে। তীব্র গতিতে এসে উল্কাটি মাটে স্পর্শ করে পৃথিবীর। আর তারপরই ধামাকা।

তুরস্কের ইজমির শহরের ঘটনা। ৩১ জুলাই দুপুর ২টোর সময় গোটা আকাশে নেমে আসে আঁধার। বিস্ফোরণের সময় প্রচণ্ড আওয়াজ হয়। সারা এলাকা সবুজ আলোয় ছেয়ে যায়। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সারাবিশ্বের কাছে ছড়িয়ে পড়েছে সেই মহাজাগতিক কাণ্ড।

তুরস্কের এক অধ্যাপক বিষয়টিকে ব্যাখ্যা করে বলেছেন, “এটিকে ‘ফায়ার বল’ বলা ঠিক হবে। উল্কা গরম হয়ে গেলে এমনটা ঘটতে পারে।” বহু মানুষ এই কাণ্ড দেখে বিস্ময় প্রকাশ করেছে। ভিডিও আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার শেয়ার হয়। আগেও উল্কাপাতের ঘটনা মানুষকে বিস্মিত করেছে। আগেও এ ধরনের উল্কা পৃথিবীর মাটি কাঁপিয়ে দিয়েছে।

আরও পড়ুনViral Video: মাঝরাস্তায় দু’দল বাঁদরের খণ্ডযুদ্ধ! থমকে গেল যানচলাচল, দেখুন ভিডিয়ো