ওয়াশিংটন: শিশু মন বোঝে কার সাধ্যি! বাস হোক বা ট্রেন, কোলে বাচ্চা নিয়ে যাতায়াত করতে গিয়ে বহু ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় মায়েদের। কখনও তাদের কান্না থামানো, কখনও খিদে মেটানো, কখনও আবার জনসমক্ষে স্তন পান করাতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয় মায়েদের। কিন্তু, তাই বলে কী আর বাচ্চাদের উপর রাগ করা যায়? এ কথাই বলতে চাইছিলেন বিমানে (Flight) থাকা অন্য সহযাত্রীরা। কিন্তু, কে শোনে কার কথা। কন্দনরত বাচ্চাটির উপর রাগে ফেটে পড়েন বিমানে থাকা এক যাত্রী। চিৎকার করে বলতে থাকলেন, “আমি আমার টাকা দিয়ে প্লেনে উঠেছি। সঠিক পরিবেশে, নিরাপদে আমাদের নিয়ে যাওয়া ওদের দায়িত্ব। কেন বাচ্চা কাঁদবে এখানে? ওকে থামতে বলুন।”
এদিকে তাঁর চিৎকার শুনে ততক্ষণে ছুটে এসেছেন বিমানের নিরাপত্তাকর্মীরা। তাঁকে থামতে বলা হয়। কিন্তু, তবুও তিনি চিৎকার করে বলতে থাকেন, “এবার কী আমিও তাহলে কাঁদব? কেমন হবে তাহলে?” শেষ পর্যন্ত তিনি না থামায় তাঁকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে আমেরিকার সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইটে।
এদিকে ততক্ষণে পাশ থেকে হাসতে হাসতে গোটা ঘটনার ভিডিয়ো করতে শুরু করে দিয়েছেন পাশের সিটে বসা মার্ক গার্ভোস্কি নামে তাঁর এক সহযাত্রী। যে ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিয়ো পোস্টের সময় তিনি লেখেন, “এটা সবার জন্যই একটু অস্বস্তিকর ছিল। শিশুটিও কোনও কারণে খুব বিরক্ত ছিল। সে কারণে কেঁদেই চলেছে। আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদের বিমানটি এখনও উড়ান শুরু করতে পারেনি। আমরা বিমানের মধ্য়ে আটকে ছিলাম। তখনই এ ঘটনা ঘটে।” সূত্রের খবর, বিমানটির উড়ান শুরুর আগে কন্দনরত বাচ্চা ও তাঁর মাকে বিমানের অন্যত্র সরিয়ে নিয়ে যান নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।