Latest Viral Video: আজকের সোশ্যাল মিডিয়া আমাদের সামনে এমনই সব ভিডিয়ো নিয়ে আসে, যা দেখে মাথা চুলকানো ছাড়া দ্বিতীয় আর কোনও উপায় থাকে না। রিলস তৈরি করছেন মানুষজন। যে কোনও উপায়ে ভাইরাল হতে হবে। তাই, যে যা পারছেন, তাই করে চলেছেন। কেউ নাচছেন, কেউ আবার গাইছেন। আর নাচের তো যা ধরন, দেখলে হেসে কুটিপাটি খেতে হয়। তবে নাচের জন্য মানুষ বিভিন্ন জায়গা বেছে নিতেই পছন্দ করেন। কেউ কোলাহলপূর্ণ মেট্রো স্টেশনে নাচছেন, কেউ আবার একটি জনাকীর্ণ বাসস্টপে, এমনকি জলাবদ্ধ রাস্তাকেও নাচের জায়গা হিসেবে বেছে নিতে কুণ্ঠাবোধ করছেন না অনেকেই। সেরকমই একটা ভিডিয়ো ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, জলমগ্ন রাস্তায় আনন্দে নাচছেন এক মহিলা। সেই মজাদার ক্লিপ দেখার পর নেটিজ়েনরা তীব্র কটাক্ষ করেছেন।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে sanjana_lamyan নামক একটি প্রোফাইল থেকে। রীতিমতো ঝড় তুলছে এই ভিডিয়ো। গত 16 জুলাই এই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত ভিডিয়োর লাইক প্রায় সাড়ে 4 লক্ষ ছুঁতে চলেছে। এখানে যে মহিলাকে নাচতে দেখা গিয়েছে, তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল এটি। মহিলার নাম সঞ্জনা লাময়ান। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে নাচের ভিডিয়ো শুট করেন। আর সেই সব ভিডিয়ো একপ্রকার নিয়ম করেই ভাইরাল হয় সোশ্যালে।
জলমগ্ন রাস্তায় মহিলা নেচেছেন ঠিকই। তবে ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর যেন সোশ্যাল মিডিয়ায় নতুন করে ঝড় তুলেছে। কারণ, মানুষজন এই মহিলার নাচের পারফরম্যান্সে অস্বাভাবিক হাস্যরস খুঁজে পেয়েছন। মজাদার সব মন্তব্যও করেছেন নেটিজ়েনরা।
একজন লিখলেন, ‘গরীব মানুষের থাকার জায়গা নেই, আর ইনি তাঁদের জায়গায় গিয়ে নাচ দেখাচ্ছেন।’ দ্বিতীয় জন যোগ করলেন, ‘এই ধরনের ভিডিয়োগুলি বন্ধ করা উচিত এবং তা নিয়ে প্রশাসনের সক্রিয় হওয়া দরকার।’ তৃতীয় জন তো পরিষ্কার কর্তৃপক্ষের কাছে প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়ে বললেন, ‘কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে আপনি কবে ব্যবস্থা নেবেন?’