Viral Video: আগ্নেয়গিরিতে গিয়ে পিৎজ়া খেয়ে এলেন মহিলা, নেটদুনিয়া হতবাক!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 15, 2023 | 12:03 AM

আলেকজ়ান্দ্রা ব্লডগেট ইনস্টাগ্রামে সেই ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, তিনি গুয়াতেমেলার একটি আগ্নেয়গিরিতে ভ্রমণ করতে গিয়েছেন। সেখানেই তিনি আগ্নেয়গিরির ভিতরেই রান্না করা একটি বিশেষ ধরনের পিৎজ়া খেয়ে দেখেছেন।

Viral Video: আগ্নেয়গিরিতে গিয়ে পিৎজ়া খেয়ে এলেন মহিলা, নেটদুনিয়া হতবাক!
আগ্নেয়গিরিতে বসে আপনার পিৎজ়া খাওয়ার ইচ্ছে আছে নাকি?

Follow Us

Latest Viral Video: মুখরোচক টপিংসের মিশেলে পিৎজ়ার একটি সুন্দর চিজ়ি স্লাইস খেতে আপনি কতদূর পর্যন্ত যেতে পারেন? এখন পিৎজ়া খেতে হয়তো আপনি অনেক দূর পর্যন্তই যেতে পারেন। কিন্তু সেখানে আপনার জন্য পিৎজ়া পৌঁছে দেবে কে? সেখানেও কি আপনি Zomato বা Swiggy-র উপরে ভরসা করে থাকবেন? এই সোশ্যাল মিডিয়া এক এমনই মহিলার সন্ধান দিয়েছে, যিনি একটি সক্রিয় আগ্নেয়গিরিতে গিয়ে পিৎজ়া খেয়ে চলে এসেছেন। তার একটা রিলসও তৈরি করেছেন, যা এখন ব্যাপক ভাইরালও হয়েছে।

আলেকজ়ান্দ্রা ব্লডগেট ইনস্টাগ্রামে সেই ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, তিনি গুয়াতেমেলার একটি আগ্নেয়গিরিতে ভ্রমণ করতে গিয়েছেন। সেখানেই তিনি আগ্নেয়গিরির ভিতরেই রান্না করা একটি বিশেষ ধরনের পিৎজ়া খেয়ে দেখেছেন। সেই পিৎজ়াও যে অত্যন্ত সুস্বাদু, আলেকজ়ান্দ্রার অভিব্যক্তিতে তা ধরা পড়েছে। ক্লিপটিতে দেখা গিয়েছে, এক ব্যক্তি পাথর দিয়ে ঢেকে ওই পিৎজ়া তৈরি করছিলেন, যাকে ‘পিৎজ়া পাকায়া’ বলা হয়।


রিলসের ক্যাপশনে লেখা হয়েছে, “POV: একটি সক্রিয় আগ্নেয়গিরিতে রান্না করা পিৎজ়া খেতে গুয়াতেমালায় আমার ভ্রমণ। যদিও শুধু তার জন্যই আমরা সেখানে ভ্রমণ করিনি। তবে এর থেকে মজাদার বোনাস আর কী-ই বা হতে পারে। এই আগ্নেয়গিরি সক্রিয়। 2021 সালে এখানে শেষ বারের মতো অগ্নুৎপাত হয়েছিল।”

প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। তাই, অল্প সময়ের মধ্যেই এই ভিডিয়োর ভিউ 1.2 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। অনন্য খাবার এবং সর্বোপরি এক অবাক জায়গায় গিয়ে পিৎজ়া খাওয়ার অভিজ্ঞতা যে সত্যিই অতুলনীয়, সে কথা বলেছেন নেটিজ়েনরা। অনেকে আবার জানতে চেয়েছেন, এই পিৎজ়ার স্বাদ কেমন ছিল?

Next Article