Birbhum News: বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমে, গ্রেফতার ২

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 21, 2023 | 12:46 AM

কী উদ্দেশ্যে বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল, এর পিছনে বড় কারও হাত রয়েছে কিনা সে ব্যাপারে জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Birbhum News: বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমে, গ্রেফতার ২
প্রতীকী ছবি

Follow Us

বোলপুর: রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। এই আবহে এবার আগ্নেয়াস্ত্র নিয়ে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা শুরু হয়েছে। যদিও শেষরক্ষা হয়নি। বীরভূমে ঢোকার মুখেই হাতে-নাতে গ্রেফতার হয়েছে ২ জন।

পুলিশ জানায়, ধৃতদের নাম শাহিদুল এবং রাজেন্দ্র। তারা বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমে আসছিল। গোপন সূত্রে খবর পেয়েই দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে দুটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এমএম বন্দুক, দুটি ম্যাগাজিন এবং ২০ হাজার টাকা উদ্ধার হয়েছে। তবে তাদের কাছ থেকে কোনরকম কার্তুজ পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুই ব্যক্তি বিহার থেকে মুর্শিদাবাদ হয়ে বীরভূমে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবর অনুযায়ী এদিন বিকালে বীরভূম জেলা পুলিশের তরফে অভিযান চালানো হয়। দুটি স্পেশাল টিম গঠন করে পৃথকভাবে অভিযান চালানো হয়। এই অভিযান চালানোর সময় মল্লারপুর এবং মুর্শিদাবাদের মধ্যবর্তী এলাকায় তেঁতুলডিহি নামে যে ফরেস্ট রয়েছে সেখানে একটি বাস থেকে ওই দুই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

ধৃত দুজনের সঙ্গে আরও একজন ছিল। সে কোনক্রমে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছে। তার খোঁজ শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। শীঘ্রই তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ। অন্যদিকে, কী উদ্দেশ্যে বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল, এর পিছনে বড় কারও হাত রয়েছে কিনা সে ব্যাপারে জানতে শাহিদুল এবং রাজেন্দ্রকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, ভোটের আগে ভিন রাজ্য থেকে প্রায়ই টাকা এবং অস্ত্র এরাজ্যে ঢোকার খবর পাওয়া যায়। এই সমস্ত ঘটনার পিছনে রাজনৈতিক দলগুলির যোগ রয়েছে বলেও অভিযোগ ওঠে। তবে পুলিশ যে এই ধরনের ঘটনা রুখতে তৎপর, তা এদিনের ঘটনায় স্পষ্ট।

Next Article