আলিপুরদুয়ার: হাতির আক্রমণে বনকর্মীর মৃত্যু হল আলিপুরদুয়ারে। অভিযোগ, হাতি সামনে চলে এলে বন্দুক উঁচিয়ে দাঁড়ান বনকর্মী। কিন্তু মান্ধাতার আমলের সেই বন্দুক থেকে গুলিই বেরোয়নি। সেই সুযোগেই হাতিটি ওই বনকর্মীকে শুঁড়ে তুলে জোরে আছাড় মারে। যে বন্যপ্রাণ নিয়ে কাজ, সেই বনের প্রাণীর হাতেই প্রাণ খোয়াতে হল তাঁকে। প্রশ্ন উঠছে, বনরক্ষীদের হাতে যে বন্দুক থাকে, তা কি শুধু দেখানোর জন্য? প্রয়োজন পড়লে এভাবেই কি ব্যর্থ হবে তা?
শনিবার গভীর রাতে জলদাপাড়ায় হাতি তাড়াতে গিয়েছিলেন রিটে কার্জি (৪৪)। অভিযোগ, সঙ্গে যে বন্দুকটি ছিল, তা কাজই করেনি। রাতে হাতিটি তাঁর সামনে চলে আসায় আত্মরক্ষার জন্য বন্দুক বের করে গুলি চালানোর চেষ্টা করেন রিটে। কিন্তু বিপদের সময় তা থেকে গুলিই বেরোয়নি।
এরপরই বনকর্মীকে সামনে পেয়ে তুলে আছাড় মারে বুনো হাতিটি। জলদাপাড়া জাতীয় উদ্যানের পশ্চিম রেঞ্জের ব্যাঙডাকি বিটের যোগেন্দ্রনগর এলাকার এই ঘটনায় বনদফতরের কর্মীদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। রিটেকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তাঁর। রবিবার দেহ গ্রামে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এই ঘটনার জেরে ক্ষোভ তৈরি হয়েছে নিচু তলার বনকর্মীদের মধ্যে। কেন বনদফতর আরও সতর্ক হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে।