Alipurduar: কেরলে কাজে গিয়ে উদ্ধার বাংলার শ্রমিকের দেহ, পরিবার বলছে খুন
Alipurduar: পরিবার সূত্রে খবর, মৃতের নাম আবুল হোসেন। কেরলে তিনি রঙের কাজ করতেন। এখানে থাকতেন আলিপুরদুয়ারের ফালাকাটা ৭ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, গত ৪ অগস্ট তিনি আকস্মিক ভাবে নিখোঁজ হয়ে যান। এরপর গত শুক্রবার তাঁর দেহ উদ্ধার করে কেরল পুলিশ।

আলিপুরদুয়ার: ভিন রাজ্যে কাজে গিয়ে যখন বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠছে। সেই সময় আরও মারাত্মক অভিযোগ প্রকাশ্যে এল। এবার কেরলে কর্মরত এক শ্রমিককে খুনের অভিযোগ তুলল তার পরিবার। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি। পরবর্তীতে নিথর দেহ উদ্ধার হয় তাঁর।
পরিবার সূত্রে খবর, মৃতের নাম আবুল হোসেন। কেরলে তিনি রঙের কাজ করতেন। এখানে থাকতেন আলিপুরদুয়ারের ফালাকাটা ৭ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, গত ৪ অগস্ট তিনি আকস্মিক ভাবে নিখোঁজ হয়ে যান। এরপর গত শুক্রবার তাঁর দেহ উদ্ধার করে কেরল পুলিশ। পরিবারের অভিযোগ, আবুলকে মেরে জলে ফেলে দেওয়া হয়েছিল। কাজের টাকার কমিশন নিয়ে নিজেদের মধ্যে বিবাদ এর ফলে এই ঘটনা ঘটেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সোমবার ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতি এবং তৃণমূল টাউন সভাপতি শুভব্রত দে ওই শ্রমিকের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন। ওই শ্রমিকের একটি ছোট্ট শিশু আছে। তাঁর স্ত্রীর আগামী দিনে যাতে কোন অসুবিধা না হয় সমস্ত ব্যবস্থা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হবে বলে জানিয়েছেন শুভব্রতবাবু। মৃতের কাকা বলেন, “ও সম্পর্কে আমার ভাগ্না। কেরলে গিয়েছিল কাজে। গত বুধবার থেকে কোনও যোগাযোগ নেই। পরে থানা পুলিশ করতে হয়। শুক্রবার জানতে পারলাম দেহ পাওয়া গেছে। একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। পুলিশ পরবর্তীতে ফোন করে জানায় আমাদের।”

