Murder : রোজ মদ খেয়ে বাড়ি ফিরত ছেলে, নিষেধ করায় বাবার সঙ্গে এমন করবে ভাবতে পারেনি কেউ

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

May 07, 2022 | 9:55 PM

Murder : ধৃত যুবককে আগামিকাল আলিপুরদুয়ার আদালতে তোলা হবে। আজ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

Murder : রোজ মদ খেয়ে বাড়ি ফিরত ছেলে, নিষেধ করায় বাবার সঙ্গে এমন করবে ভাবতে পারেনি কেউ
মদ্যপান নিয়ে পরিবারে রোজ অশান্তি হত

Follow Us

আলিপুরদুয়ার : রোজ রাতে মদ খেয়ে বাড়ি ফিরত ছেলে। মদ ছাড়ার জন্য ছেলেকে বলতেন বাবা-মা। এই নিয়ে বাবা-মার সঙ্গে নিত্যদিন ঝগড়া হত। গতকাল রাতেও মদ থেকে বাড়ি ফিরেছিল ছেলে। তার প্রতিবাদ করতেই বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। বাবাকে এলোপাথাড়ি মারধর শুরু করে। শুধু মারধর করেই থামেনি। একটা ইট এনে মাথা থেঁতলে দেয় বাবার। আজ হাসপাতালে মৃত্যু হয় আক্রান্তের। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার দক্ষিণ মেন্দাবাড়ি এলাকার । মৃত ব্যক্তির নাম মগধা চারোয়া (৬৫)। বাবাকে খুনের (Murder) অভিযোগ বছর ছত্তিশের অনিল চারোয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মদ্যপান নিয়ে রোজ পরিবারে অশান্তি হত। কিন্তু, কোনও কথাই শুনত না অনিল। উলটে বাবা-মাকে গালিগালাজ করত। গতকাল রাতে ঝগড়ার সময় আচমকা বাবাকে মারধর শুরু করে সে। তারপরই ইট দিয়ে মাথায় আঘাত করে। পরিবারের লোকেরা তা দেখতে পেয়ে দৌড়ে আসে। মগধাকে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আজ হাসপাতালে মৃত্যু হয় মগধার। এরপর আজ দুপুরে অভিযুক্ত অনিলকে গ্রেফতার করে কালচিনি থানার পুলিশ।

জানা গিয়েছে, ধৃত যুবককে আগামিকাল আলিপুরদুয়ার আদালতে তোলা হবে। আজ তার ডাক্তারি পরীক্ষার জন্য লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়েছে। এর ফলে অনেকে খারাপ পথেও চলে যাচ্ছে। এই নিয়ে প্রশাসনের তরফে সচেতনতা প্রসারের দাবি জানিয়েছেন তাঁরা।

Next Article