নেতাজীর জন্মদিনেই রাজ্যে ‘আনলক’ হবে সব গ্রন্থাগার

সুমন মহাপাত্র |

Jan 22, 2021 | 2:59 PM

সব ধরনের বিধি মেনেই বইর ভিড়ে ফিরতে পারবেন বইপ্রেমীরা।

নেতাজীর জন্মদিনেই রাজ্যে আনলক হবে সব গ্রন্থাগার
খুলছে গ্রন্থাগার

Follow Us

কলকাতা: করোনা পর্ব কাটিয়ে ২৩ জানুয়ারি নেতাজী জন্মজয়ন্তীতে ‘আনলক’ হতে চলেছে রাজ্যের গ্রন্থাগারগুলি (Libraries)। রাজ্যের গ্রন্থাগার দফতর থেকে সব গ্রন্থাগারে পাঠানো হয়েছে এই নির্দেশ। যেখানে বিভিন্ন স্তরের গ্রন্থাগারগুলির কাছে পৌঁছেছে এই নির্দেশিকা। তবে গ্রন্থাগার খুললেও মানতে হবে করোনা বিধি। সব ধরনের বিধি মেনেই বইর ভিড়ে ফিরতে পারবেন বইপ্রেমীরা।

কী সেই বিধি?
*গ্রন্থাগার পরিষেবা, বই লেনদেন-সহ পাঠকক্ষে বসে পড়া মোট পড়ুয়ার ৫০% পাঠক-পাঠিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
*মাস্ক ছাড়া কেউ গ্রন্থাগারে ঢুকতে পারবে না।
*গ্রন্থাগার পরিষেবা প্রতি একদিন অন্তর চালু থাকবে।
*জ্বর, শ্বাসকষ্ট বা এই জাতীয় কোনও উপসর্গ থাকলে গ্রন্থাগার ব্যবহার করা যাবে না।
*গ্রন্থাগার জীবাণুনাশ করতে হবে।
*গ্রন্থাগার প্রবেশের পূর্বে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক।

আরও পড়ুন: পদ্মের মোহে রবীন্দ্র-পুত্র তুষার! ‘দায় আমার নয়’, মন্তব্য বিধায়ক বাবার

প্রসঙ্গত, এবারের করোনার কোপে শীতকালে বইমেলা থেকে বঞ্চিত হয়েছে রাজ্যবাসী। করোনা আবহে এখনও হতে পারেনি কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তবে চলচ্চিত্র উৎসব হয়েছে। করোনা বিধি মেনে সফল ভাবেই সম্পন্ন হয়েছে ২৬-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Next Article