‘অশুভ শক্তি থেকে রক্ষা পাক’, সৌমিত্রর মঙ্গল কামনায় পুজো দিলেন সুজাতা

সুমন মহাপাত্র |

Jan 22, 2021 | 5:54 PM

আজ সাংবাদিক সম্মেলনের পর জলপাইগুড়ি রাজবাড়িতে যান সুজাতা। সেখান থেকেই ভ্রামরী দেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি।

Follow Us

জলপাইগুড়ি: সুজাতা যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন, তখন কটাক্ষ করে বিজেপি বউচুরির অভিযোগ করেছিল তৃণমূলের বিরুদ্ধে। তারপর বিচ্ছেদ হয়েছে সৌমিত্র-সুজাতার। কিন্তু সৌমিত্রর জন্য পুজো দিতে ভুললেন না সুজাতা। এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। দুপুরে আজ সাংবাদিক সম্মেলনের পর জলপাইগুড়ি রাজবাড়িতে যান সুজাতা। সেখান থেকেই ভ্রামরী দেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি।

আর পুজো শেষে বেরিয়ে জানালেন, সৌমিত্রর (Saumitra Khan) মঙ্গল কামনায় পুজো দিয়েছেন তিনি। ভগবানের কাছে কামনা করেছেন যেন সুস্থ থাকেন বিজেপি নেতা। অশুভ শক্তি থেকে যেন রক্ষা পান সৌমিত্র, এই প্রার্থনাও করেছেন সুজাতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেত্রী বলেন, “সম্পর্কের শুরুতেও তাঁর জন্য কামনা করেছি। যখন এতগুলো বছর একসঙ্গে ছিলাম তখনও কামনা করেছি। আজকেও তাই কামনা করি আর আগামী দিনেও তাই কামনা করব।”

সৌমিত্রর সঙ্গে আর ফোনে কথা হয়? এই প্রশ্নের উত্তরে সাফ জবাব সুজাতার। “সৌমিত্র হয়ত, কর্মব্যস্ততায় ফোন করার সময় পান না। কিন্তু অনেককে দিয়ে ফোন করাচ্ছেন। সংবাদ মাধ্যমে বিচ্ছেদের কথা প্রকাশ করায় হয়ত তাঁর ফোন করার সৎ সাহস নেই।” এমনও কথা শুনতে মিলল সুজাতার মুখে। পাশাপাশি সুজাতার এ-ও দাবি, অনেক বিজেপি নেতা নাকি তাঁকে দলে ফিরতে আহ্বান করছেন।

আরও পড়ুন: পদ্মের মোহে রবীন্দ্র-পুত্র তুষার! ‘দায় আমার নয়’, মন্তব্য বিধায়ক বাবার

প্রসঙ্গত, কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়ে শুভেন্দুর জামানত জব্দ করার হুঁশিয়ারি দিয়েছিলেন সুজাতা। তিনি বলেছিলেন, “পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে যে কোনও একটি আসন থেকে দাঁড়ান। এই সুজাতা আপনাকে জামানতজব্দ করে ছাড়বে।”এরকমই একাধিক সরগরম বক্তব্য দিয়েছেন সুজাতা। তার মধ্যেই এহেন মন্তব্যকে অন্য চোখে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।

জলপাইগুড়ি: সুজাতা যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন, তখন কটাক্ষ করে বিজেপি বউচুরির অভিযোগ করেছিল তৃণমূলের বিরুদ্ধে। তারপর বিচ্ছেদ হয়েছে সৌমিত্র-সুজাতার। কিন্তু সৌমিত্রর জন্য পুজো দিতে ভুললেন না সুজাতা। এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। দুপুরে আজ সাংবাদিক সম্মেলনের পর জলপাইগুড়ি রাজবাড়িতে যান সুজাতা। সেখান থেকেই ভ্রামরী দেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি।

আর পুজো শেষে বেরিয়ে জানালেন, সৌমিত্রর (Saumitra Khan) মঙ্গল কামনায় পুজো দিয়েছেন তিনি। ভগবানের কাছে কামনা করেছেন যেন সুস্থ থাকেন বিজেপি নেতা। অশুভ শক্তি থেকে যেন রক্ষা পান সৌমিত্র, এই প্রার্থনাও করেছেন সুজাতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেত্রী বলেন, “সম্পর্কের শুরুতেও তাঁর জন্য কামনা করেছি। যখন এতগুলো বছর একসঙ্গে ছিলাম তখনও কামনা করেছি। আজকেও তাই কামনা করি আর আগামী দিনেও তাই কামনা করব।”

সৌমিত্রর সঙ্গে আর ফোনে কথা হয়? এই প্রশ্নের উত্তরে সাফ জবাব সুজাতার। “সৌমিত্র হয়ত, কর্মব্যস্ততায় ফোন করার সময় পান না। কিন্তু অনেককে দিয়ে ফোন করাচ্ছেন। সংবাদ মাধ্যমে বিচ্ছেদের কথা প্রকাশ করায় হয়ত তাঁর ফোন করার সৎ সাহস নেই।” এমনও কথা শুনতে মিলল সুজাতার মুখে। পাশাপাশি সুজাতার এ-ও দাবি, অনেক বিজেপি নেতা নাকি তাঁকে দলে ফিরতে আহ্বান করছেন।

আরও পড়ুন: পদ্মের মোহে রবীন্দ্র-পুত্র তুষার! ‘দায় আমার নয়’, মন্তব্য বিধায়ক বাবার

প্রসঙ্গত, কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়ে শুভেন্দুর জামানত জব্দ করার হুঁশিয়ারি দিয়েছিলেন সুজাতা। তিনি বলেছিলেন, “পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে যে কোনও একটি আসন থেকে দাঁড়ান। এই সুজাতা আপনাকে জামানতজব্দ করে ছাড়বে।”এরকমই একাধিক সরগরম বক্তব্য দিয়েছেন সুজাতা। তার মধ্যেই এহেন মন্তব্যকে অন্য চোখে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।

Next Article