Purba Medinipur: অশ্লীল ভিডিয়ো দেখিয়ে ক্লাস থ্রি-র ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রামবাসীদের জুতো খেয়ে শ্রীঘরে শিক্ষক

Purba Medinipur: অভিযোগ, স্কুলের মধ্যেই ওই শিক্ষক তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে প্রথমে অশ্লীল ভিডিয়ো দেখান। তারপর তার শ্লীলতাহানি করেন। খবর চাউর হতেই এলাকার লোকজন স্কুলের সামনে এদিন বিক্ষোভে ফেটে পড়েন।

Purba Medinipur: অশ্লীল ভিডিয়ো দেখিয়ে ক্লাস থ্রি-র ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রামবাসীদের জুতো খেয়ে শ্রীঘরে শিক্ষক
এলাকায় উত্তেজনা Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2024 | 8:48 PM

ভগবানপুর: একের পর এক ঘটনা। বারবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। এবার গুরুতর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায়। তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে এলাকার একটি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার আগে খবর চাউর হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। 

অভিযোগ, স্কুলের মধ্যেই ওই শিক্ষক তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে প্রথমে অশ্লীল ভিডিয়ো দেখান। তারপর তার শ্লীলতাহানি করেন। খবর চাউর হতেই এলাকার লোকজন স্কুলের সামনে এদিন বিক্ষোভে ফেটে পড়েন। তবে ঘটনা এখানেই শেষ নয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন আবার অভিযুক্ত শিক্ষক গ্রামবাসীদের হুমকিও দেন। তাতেই ক্ষোভের মাত্রা আরও বেড়ে যায় এলাকার লোকজনের মধ্যে। মুহূর্তেই অভিযুক্তকে স্কুলের মধ্যে আটকে রাখা হয়। বাইরে থেকে তালাও দিয়ে দেওয়া হয়। 

এদিকে উত্তেজনার খবর ততক্ষণে পৌঁছে গিয়েছে পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভগবানপুর থানার পুলিশ। পুলিশ এসে যখন ওই শিক্ষককে নিয়ে যাচ্ছে তখনও থামেনি জনরোষ। পুলিশের সামনেই অভিযুক্ত শিক্ষকের উপর চড়াও হয় গ্রামবাসীরা। উড়ে আসে জুতো, সঙ্গে লাথি-চড়। এদিকে ইতিমধ্যেই নিজের ‘দোষ’ কবুল করে মুচলেকা দিয়েছেন অভিযুক্ত শিক্ষক। তবে তারপরেও থামেনি অভিভাবকদের ক্ষোভ। এলাকায় এখনও রয়েছে উত্তেজনা। ওই দোষীর কঠোর শাস্তির দাবি তুলে সরব সকলেই।