Asansol Coal Mine: আচমকাই হুড়মুড়িয়ে নামল ধস, ভিতরে আটকে পড়ার সম্ভাবনা একাধিক জনের, শীতের ভোরে খনি এলাকায় আতঙ্ক

Asansol Coal Mine: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর রাতে আচমকাই হুড়মুড় করে কিছু পড়ার শব্দ শোনা গিয়েছে।

| Edited By: | Updated on: Jan 08, 2023 | 1:29 PM
ফের বন্ধ খোলামুখ খনিতে ধস। খনির ভিতর কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে কুলটির পরিত্যক্ত বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখ কয়লা খনিতে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, খনির বেআইনি সুড়ঙ্গতে এই ধস নেমেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিসিসিএল কর্তৃপক্ষ।

ফের বন্ধ খোলামুখ খনিতে ধস। খনির ভিতর কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে কুলটির পরিত্যক্ত বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখ কয়লা খনিতে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, খনির বেআইনি সুড়ঙ্গতে এই ধস নেমেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিসিসিএল কর্তৃপক্ষ।

1 / 6
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর রাতে আচমকাই হুড়মুড় করে কিছু পড়ার শব্দ শোনা গিয়েছে। শীতের ভোরে অন্ধকারের মধ্যে অনেকে বেরিয়ে আসেন ঘর থেকে।  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দামাগড়িয়া খোলামুখ খনির হাজলাপিঠ নামক এলাকায় কয়লা চুরি করতে এসেছিল একটা দল। সেখানে কয়লা চুরি চলছিল বলে অভিযোগ। সেই সময় আচমকা চাল ধসে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর রাতে আচমকাই হুড়মুড় করে কিছু পড়ার শব্দ শোনা গিয়েছে। শীতের ভোরে অন্ধকারের মধ্যে অনেকে বেরিয়ে আসেন ঘর থেকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দামাগড়িয়া খোলামুখ খনির হাজলাপিঠ নামক এলাকায় কয়লা চুরি করতে এসেছিল একটা দল। সেখানে কয়লা চুরি চলছিল বলে অভিযোগ। সেই সময় আচমকা চাল ধসে পড়ে।

2 / 6
যদিও পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, খনিতে এখনও উদ্ধারকাজ শুরু হয়নি।

যদিও পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, খনিতে এখনও উদ্ধারকাজ শুরু হয়নি।

3 / 6
এ প্রসঙ্গে বিজেপি নেতা অমিত ঘোষ বলেন, "বন্ধ কোলিয়ারি। গরিব মানুষ এখান থেকে কয়লা ওঠাচ্ছে, চলে যাচ্ছে। প্রশাসনের সামনেই এসব ঘটেছে। বন্ধ খাদান থেকে কয়লা সর্বত্র যাচ্ছে, কুলটিতে যাচ্ছে।"

এ প্রসঙ্গে বিজেপি নেতা অমিত ঘোষ বলেন, "বন্ধ কোলিয়ারি। গরিব মানুষ এখান থেকে কয়লা ওঠাচ্ছে, চলে যাচ্ছে। প্রশাসনের সামনেই এসব ঘটেছে। বন্ধ খাদান থেকে কয়লা সর্বত্র যাচ্ছে, কুলটিতে যাচ্ছে।"

4 / 6
খনি এজেন্ট অবশ্য এই নিয়ে কোনও কথাই বলতে চাননি। তিনি সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে এড়িয়ে গিয়েছেন।

খনি এজেন্ট অবশ্য এই নিয়ে কোনও কথাই বলতে চাননি। তিনি সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে এড়িয়ে গিয়েছেন।

5 / 6
অন্যদিকে যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত বলেন, "পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ধরছে। কয়লা কেন্দ্রের সম্পত্তি। কেন্দ্রের যে বাহিনী আছে, তাঁরা কী করছেন? বিজেপি-র নেতা কেন্দ্রীয় বাহিনীকে সেটিং করে চেষ্টা করছে।"

অন্যদিকে যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত বলেন, "পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ধরছে। কয়লা কেন্দ্রের সম্পত্তি। কেন্দ্রের যে বাহিনী আছে, তাঁরা কী করছেন? বিজেপি-র নেতা কেন্দ্রীয় বাহিনীকে সেটিং করে চেষ্টা করছে।"

6 / 6
Follow Us: