AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: বাজের পর বাজ, ফের চলে গেল দু’জনের জীবন! গত ১৫ দিনে বজ্রপাতে বাঁকুড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

Bankura: গত ২৪ জুলাই একইদিনে বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু হয় ৯ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সন্ধ্যার মুখে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ফের বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। তারমধ্য়েই ফের এই ঘটনা।

Bankura: বাজের পর বাজ, ফের চলে গেল দু’জনের জীবন! গত ১৫ দিনে বজ্রপাতে বাঁকুড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১
শোকেরে ছায়া এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2025 | 9:14 AM
Share

বাঁকুড়া: এখনও মিলিয়ে যায়নি ২৪ জুলাইয়ের সেই ভয়াবহ স্মৃতি। এবার ফের বাঁকুড়ায় বজ্রপাতে জোড়া মৃত্যুর ঘটনা। মঙ্গলবার সন্ধ্যার মুখে পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ার ইন্দাস ও পাত্রসায়ের থানা এলাকায় দুই ব্যক্তির মৃত্যু হয়। বজ্রপাতে এই জোড়া মৃত্যুতে গত ১৫ দিনে বাঁকুড়া জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জন।

চলতি বছর বর্ষার শুরু থেকেই একের পর এক নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলায়। নজিরবিহীন ভাবে মাঝেমধ্যেই বজ্রগর্ভ মেঘের কারনে মুহুর্মুহু বজ্রপাতের ঘটনাও ঘটছে। গত ২৪ জুলাই একইদিনে বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু হয় ৯ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সন্ধ্যার মুখে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ফের বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। শুরু হয় বৃষ্টিও। আর সেই বৃষ্টির সময় দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ার ইন্দাস থানার পলাশী গ্রামে মৃত্যু হয় রাজু বাগদী (৫৫) ও পাত্রসায়ের থানার পাটিত গ্রামের জয়ন্ত মন্ডল (৬৩) নামের এক ব্যক্তির। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে দুজনেই মাঠে আমনের চারা রোপণের কাজ করছিলেন। বজ্রপাতে মুহূর্তের মধ্যেই দু’জনেই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এদিন বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।