Bankura: ছাগল চড়াতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা! ৫৭ বছরের প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২৪ বছরের যুবক
Bankura: খবর চাউর হতেই এই ঘটনায় স্বভাবতই শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনার পর মহিলা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুক তাঁকে হাসপাতালে নিয়ে যান। সোমবার রাতেই পরিবারের তরফে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ছাতনা: রাজ্যজুড়ে বেড়ে চলা নারী নির্যাতন নিয়ে চাপানউতোর চললেও এরইমধ্যে ভয়ঙ্কর ঘটনা বাঁকুড়ায়। বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় ৫৭ বছরের প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগ। গুরুতরভাবে অসুস্থ নির্যাতিতা। তাঁকে উদ্ধার করে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার রাতেই পুলিশের কাছে দায়ের হয়েছিল লিখিত অভিযোগ। তারপরই অ্যাকশন নেয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এলাকা সূত্রে খবর, শনিবার দুপুরে এলাকাতেই ছাগল চড়াতে গিয়েছিলেন ওই প্রৌঢ়া। সেই সময়েই ঘটে ঘটনা। প্রতিবেশী এক যুবক তাঁকে মাঠের ধারে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
খবর চাউর হতেই এই ঘটনায় স্বভাবতই শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনার পর মহিলা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুক তাঁকে হাসপাতালে নিয়ে যান। সোমবার রাতেই পরিবারের তরফে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গ্রাম থেকেই ২৪ বছরের অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ছাতনা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। সূত্রের খবর, অভিযোগের সত্যতা স্বীকার করেছে অভিযুক্ত। এদিনই ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।
