Bankura: ছাদে কাপড় তুলতে গিয়ে আর নীচে নামা হল না ক্লাস সেভেনের মেয়েটার, মর্মান্তিক পরিণতিতে হতবাক পরিবার

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Dec 22, 2024 | 11:29 AM

Bankura: বেশ কিছুক্ষণ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর বিষয়টি নজরে আসে ওই আবাসনের আবাসিকদের। এরপর তাকে উদ্ধার করে প্রথমে বাঁকুড়া শহরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

Bankura: ছাদে কাপড় তুলতে গিয়ে আর নীচে নামা হল না ক্লাস সেভেনের মেয়েটার, মর্মান্তিক পরিণতিতে হতবাক পরিবার
শোকের ছায়া গোটা এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বাঁকুড়া: ছাদে কাপড় তুলতে গিয়ে অসাবধানতায় বহুতল থেকে নীচে পড়ে মৃত্যু হল এক ছাত্রীর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার প্রতাপবাগান এলাকার একটি বহুতলে। পুলিশ জানিয়েছে মৃতার নাম  আদৃজা দাস। সপ্তম শ্রেণির ওই ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই শনিবার বহুতলের ছাদে নিজেদের পরিবারের কাপড় শুকোতে দেওয়া ছিল। সন্ধ্যের আগে সেই কাপড় তুলতে যায় সপ্তম শ্রেণির ওই ছাত্রী। ছাদে গিয়ে দেখে একটা কাপড় হাওয়ায় উড়ে গিয়ে কার্নিশের নিচে ঝুলছে। ঝুঁকি আছে জেনেও সেই কাপড় তুলতে যায়। ঝুঁকে পড়ে সেই কাপড় তুলতে গিয়ে ঘটে যায় বিপত্তি। আচমকা ওই ছাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। 

এই খবরটিও পড়ুন

বেশ কিছুক্ষণ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর বিষয়টি নজরে আসে ওই আবাসনের আবাসিকদের। এরপর তাকে উদ্ধার করে প্রথমে বাঁকুড়া শহরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেথানে অবস্থার অবনতি হলে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকেরা। বাড়ির মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। 

Next Article