Awas Yojana: ‘আবাসের ঘরটা পেলে এমন হত না’, তিন শিশুর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে বাঁকুড়ার গ্রাম
Awas Yojana: বাড়ির পাশে খেলা করছিল রোহন সর্দার, নিশা সর্দার ও অঙ্কুশ সর্দার, তখনই আচমকা ভেঙে পড়ে একটি বাড়ির দেওয়াল। সেই দেওয়ালেই চাপা পড়ে তিনজন। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
বাঁকুড়া: বাঁকুড়ার বাঁকাদহে মাটির দেওয়ার চাপা পড়ে মৃত্যু হয়েছে তিন শিশুর। এ ঘটনাকে কেন্দ্র করেই এবার জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোরগোল। তিন শিশুর মৃত্যুতে নতুন করে প্রশ্নের মুখে কেন্দ্র-রাজ্য দুই সরকারের ভূমিকাই। অভিযোগ, আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি পাননি এলাকার বাসিন্দারা। সে কারণেই প্রশ্নের মুখে আবাস যোজনায় বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন।
বাড়ির পাশে খেলা করছিল রোহন সর্দার, নিশা সর্দার ও অঙ্কুশ সর্দার, তখনই আচমকা ভেঙে পড়ে একটি বাড়ির দেওয়াল। সেই দেওয়ালেই চাপা পড়ে তিনজন। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাতেই ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। গ্রামের এক বাসিন্দা বলেন, “সারা রাত তো বৃষ্টি হচ্ছিল। তাতেই মাটির দেওয়ার কোনওভাবে ফেটে যায়। সেখান দিয়ে জল ঢুকে গোটা দেওয়ার ভেঙে পড়ে। আবাসের তালিকায় আমার, মায়ের, ভায়ের সবারই নাম ছিল। সব ডকুমেন্ট জমা করেছিলাম। কিন্তু, কোনও টাকা ঢোকেনি। বাড়িও পাইনি।”
আর এক গ্রামবাসীর মুখেও একই কথা। বলেন, “আমরা বাড়ি পাইনি। যদি একটা পাকা বাড়ি থাকতো তাহলে হয়তো ঘটনা ঘটতো না।” ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, “লায়েক পাড়ায় যে ১৫টি পরিবার আছে সেই পরিবারগুলির কেউই ঘর পায়নি। ভাবলেও অবাক লাগে। পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ সাহা অবশ্য এর জন্য দুষেছেন কেন্দ্রের সরকারকেই। ফের তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ।