Trinamool Congress: একুশের প্রস্তুতি বৈঠকে ডাক পেলেন দলেরই প্রাক্তন MLA, দেখা নেই ঘনিষ্ঠ নেতাদের, ‘গোষ্ঠীদ্বন্দ্বের’ চোরাস্রোতে অস্বস্তিতে শাসকদল?

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Jul 12, 2024 | 7:09 PM

Trinamool Congress: লোকসভা নির্বাচনের পর থেকেই বাঁকুড়ার ওন্দায় শাসকদলে বড়সড় ফাটল। আড়াআড়ি বিভাজন দেখা যায় নেতা থেকে কর্মীদের মধ্যে। তৃণমূলের ওন্দা ব্লকের সভাপতি উত্তম কুমার বিটের অনুগামীদের সঙ্গে প্রাক্তন বিধায়ক অরুপ খাঁর অনুগামীদের দূরত্ব বাড়তে শুরু করে।

Trinamool Congress: একুশের প্রস্তুতি বৈঠকে ডাক পেলেন দলেরই প্রাক্তন MLA, দেখা নেই ঘনিষ্ঠ নেতাদের, গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোতে অস্বস্তিতে শাসকদল?
তৃণমূল কংগ্রেস।

Follow Us

বাঁকুড়া: ভোটে বড় জয়ের পরেও স্বস্তিতে নেই শাসকদল। এবার ফের গোষ্ঠী কোন্দলের অভিযোগ বাঁকুড়ায়। তৃণমূলের প্রাক্তন বিধায়ক গোষ্ঠী বনাম ব্লক সভাপতি গোষ্ঠীর ‘দ্বন্দ্ব’ নিয়েই এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। প্রকাশ্যে পৃথক কর্মসূচী ও দলীয় কার্যালয়ে হামলার পর এবার রাজ্য নেতৃত্বকে নিয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভাতেও সামনে এল শাসক দলের সেই দ্বন্দ্ব। তৃণমূলের রাজ্য নেতৃত্বকে নিয়ে ব্লক ও জেলা সভাপতিদের দলীয় বৈঠকে ডাক পেলেন না দলেরই প্রাক্তন বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি। তাতেই অস্বস্তি বাড়ছে শাসকদল। 

লোকসভা নির্বাচনের পর থেকেই বাঁকুড়ার ওন্দায় শাসকদলে বড়সড় ফাটল। আড়াআড়ি বিভাজন দেখা যায় নেতা থেকে কর্মীদের মধ্যে। তৃণমূলের ওন্দা ব্লকের সভাপতি উত্তম কুমার বিটের অনুগামীদের সঙ্গে প্রাক্তন বিধায়ক অরুপ খাঁর অনুগামীদের দূরত্ব বাড়তে শুরু করে। সম্প্রতি ২১ জুলাইয়ের স্তুতিকে ঘিরে সেই দ্বন্দ্ব আরও বড় আকার নেয়। পরিস্থিতি এমন হয় যে একই দিনে মাত্র ৫ মিনিটের ব্যবধানে ওন্দা বাজারে দুই গোষ্ঠী পৃথক পৃথক কর্মসূচিও করে। পরে প্রাক্তন বিধায়ক গোষ্ঠীর লোকজন তৃণমূলের ব্লক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে বলেও অভিযোগ ওঠে। গত সপ্তাহের সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে ২১ জুলাই এর প্রস্তুতি বৈঠকেও উঠে এল সেই দ্বন্দ্বের ছবি। 

একদিন আগে তৃণমূলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ও ওন্দা ব্লক নেতৃত্ব ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করেন। সেই বৈঠকে দেখা যায়নি দলের স্থানীয় প্রাক্তন বিধায়ক অরুপ খাঁ এবং তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ-সহ তাঁর গোষ্ঠীর কোনো নেতাকে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়। অভিরূপ খাঁ প্রকাশ্যেই দলের ব্লক সভাপতি গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আর তাতেই অস্বস্তিতে পড়েছে তৃনমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব। বৈঠক শেষে য়প্রকাশ মজুমদার যদিও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তাঁর স্পষ্ট কথা, দলীয় শৃঙ্খলা ব্যহত হচ্ছে দেখলে দল উপযুক্ত ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। তবে আরও অস্বস্তি এড়াতে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব এই দ্বন্দ্ব নিয়ে মুখ খুলতে চায়নি।

Next Article