তালডাংরা: সামনেই ভোট। চলছে শেষ মুহূর্তের প্রচার। ফের তপ্ত বাংলার রাজনীতির আঙিনা। এরইমধ্যে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডবের শিকার বিজেপি কর্মী। ঘটনায় গুরুতর আহর হন সিমলাপাল ব্লকের বিশ্বরুপ দে নামের বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
বিজেপির দাবি, শুক্রবার নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মণ্ডলগ্রাম এলাকায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে প্রচার করছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। প্রচার চলাকালীন আচমকাই তৃণমূলের বাইক বাহিনী এক বিজেপি কর্মীকে ধাক্কা দিয়ে বাইক থেকে ফেলে দেয় বলে অভিযোগ। তাতেই বিশ্বরূপ দে নামের ওই বিজেপি কর্মী গুরুতরভাবে জখম হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান অন্যান্য বিজেপি কর্মীরা। এই ঘটনায় সাময়িকভাবে এলাকায় উত্ত্রজনা ছড়িয়ে পড়ে।
বিজেপির দাবি, ইচ্ছাকৃতভাবে ওই বিজেপি কর্মীকে আঘাত করেছে তৃণমূলের বাইক বাহিনী। অবিলম্বে দোষীর শাস্তির দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে পদ্ম শিবির। অন্যদিকে তৃণমূল তাঁদের কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের দাবি, নির্বাচনের আগেই বিজেপি হেরে বসে রয়েছে। তাই এই ধরনের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে চলছে জোর চাপানউতোর।