বিষ্ণপুর: ফের বেপরোয়া গতির জের। বড়সড় দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ সড়কে। একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা মারল দুধ পরিবহনকারী একটি গাড়ি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ট্রলি চালক। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বিষ্ণুপুর আরামবাগ সড়কে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত্রিবেলা বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাওয়া একটি দুধ পরিবহনকারী গাড়ি গোপালপুরের কাছে প্রচণ্ড গতিতে একটি দশ চাকার লরিকে ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রলি যাচ্ছিল। দুধ পরিবহনকারী গাড়িটি গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে গিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা ট্রলিটিকে।
সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ট্রলিটি দুধ পরিবহনকারী গাড়ির নিচে ঢুকে যায়। রাস্তার ধারে ছিটকে পড়েন ট্রলি চালক। ঘটনায় গুরুতর জখম হন ওই ট্রলি চালক। পরে কোতুলপুর থানার পুলিশ আহত ট্রলি চালককে উদ্ধার করে প্রথমে গোগড়া গ্রামীণ হাসপাতালে ও পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে অন্যত্র স্থানান্তরিত করা হয়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “একটা লরি আসছিল। আর পিছন থেকে দুধের গাড়ি। লরিটাকে ওভারটেক করতে গিয়েছিল। সেই সময় ট্রলিকে ধাক্কা মারে। ট্রলিটা ভিতরে ঢুকে যায়।”