বাঁকুড়া: বজ্রাঘাতে বাঁকুড়ায় মৃত্যু হল আরও দুজনের। মৃতদের নাম দয়াময় ডাঙ্গর (৩০) ও মনোরঞ্জন মাল (২৮)। মঙ্গলবার রাতে বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার গউরবাজার এলাকায় ঘটনাটি ঘটে। এই নিয়ে বজ্রপাতেই জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫। এদিকে, আজই, বজ্রপাতে (Lighting Strike) নিহত পরিজনদের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারই মধ্যে বাঁকুড়া (Bankura) জেলায় আবারও দুজনের মৃত্যু।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামেরই প্রতীক্ষালয়ে আরও কয়েকজনের সঙ্গে বসে ছিলেন ওই দুই যুবক। আচমকাই বাজ পড়ে। পাকা শেডের নিচে বসে থাকলেও বাজ পড়ে আহত হন তিন জন। গ্রামবাসীরা ওই তিন জনকে ইন্দপুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জগবন্ধু মালকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।
সোমবার বজ্রপাতে একই দিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। তাঁদের মধ্যে হুগলিরই ১১ জন, ৯ জন মুর্শিদাবাদের, ২ জন করে মৃত্যু হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়, নদিয়া মৃত্যু হয়েছে ১ জনের।
শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকারও। আগামী কয়েকদিনও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই রাজ্যে। এই ধরনের পরিস্থিতিতে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে নবান্ন। চাষের জমিতে যেতে নিষেধ করা হয়েছে কৃষকদের। কাঁচাবাড়ি থেকে পাকাবাড়িতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জ্রপাতে মৃত ব্যক্তিদের পরিজনদের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধ ও বৃহস্পতিবার মৃতদের বাড়ি যাওয়ার কথা রয়েছে তাঁর। বুধবার দুপুর ১ টার সময় রঘুনাথগঞ্জে যাবেন তিনি। বেলা আড়াইটে নাগাদ যাবেন বহরমপুরে৷ প্রত্যেকটি পরিবারকে এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে। এ দু’দিন ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের। তারই মধ্যে বাঁকুড়াতে মৃত্যু হল আরও দুজনের।
বর্ষার আগমনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই প্রেক্ষিতে মানুষের কাছে নয়া আতঙ্ক হয়ে উঠেছে বজ্রপাত।