Bankura: বনধে ঝামেলায় আটক দলীয় কর্মীদের মুক্তি দিতেই ফের বিক্ষোভ বিজেপির
Bankura: বুধবার রাতে তাঁদের মুক্তি দেয় পুলিশ। এরপরই শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির নেতৃত্বে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দুর্লভপুরে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা।
বাঁকুড়া: বনধের সকালে দুর্লভপুর মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন প্রায় ১৫ জন বিজেপি নেতা কর্মী। বুধবার রাতে পুলিশ তাঁদের মুক্তি দিতেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে বাঁকুড়ার দুর্লভপুর মোড়ে মিছিল করলেন বিজেপি কর্মী সমর্থকরা।
বনধের দিন সাত সকালেই বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুরে বনধের সমর্থনে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর গঙ্গাজলঘাটি থানার পুলিশ অবরোধস্থল থেকে প্রায় পনেরো জন বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করে।
বুধবার রাতে তাঁদের মুক্তি দেয় পুলিশ। এরপরই শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির নেতৃত্বে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দুর্লভপুরে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা।
বুধবার বিজেপির ১২ ঘণ্টা বনধে বাঁকুড়ার বড়জোড়ায় উত্তেজনা ছড়ায় ব্যাপক। বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা ধস্তাধস্তি হয়। জোর করে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে বড়জোড়া চৌরাস্তার মোড়র কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করতে গেলে বিজেপি কর্মীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।