Bankura: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বাঁকুড়ায় কালা দিবস
Bankura: আন্দোলনকারী কুড়মিদের দাবি, ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর স্বাধীন ভারতবর্ষের প্রথম আদিবাসী জনজাতির তালিকা প্রকাশিত হয়েছিল। সেই তালিকায় কুড়মিরা আদিবাসী তালিকাভুক্ত থাকলেও আজো কুড়মিরা আদিবাসী হিসাবে স্বীকৃতি পায়নি।
বাঁকুড়া: নিজেদের আদিবাসী স্বীকৃতির দাবিকে সামনে রেখে এবার ৬ সেপ্টেম্বর বাঁকুড়া সহ সারা রাজ্যেই কালাদিবস পালন করল কুড়মি সমাজ। কুড়মিরা বাঁকুড়ার রানিবাঁধে কালো পতাকা হাতে মিছিল করে কালাদিবস পালন করেন । পাশাপাশি রানিবাঁধ বাজারে জমায়েত করে বিক্ষোভও দেখান কুড়মিরা।
আন্দোলনকারী কুড়মিদের দাবি, ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর স্বাধীন ভারতবর্ষের প্রথম আদিবাসী জনজাতির তালিকা প্রকাশিত হয়েছিল। সেই তালিকায় কুড়মিরা আদিবাসী তালিকাভুক্ত থাকলেও আজো কুড়মিরা আদিবাসী হিসাবে স্বীকৃতি পায়নি। দীর্ঘ আন্দোলনের পরেও তাঁদের সেই স্বীকৃতি মেলেনি। সেই কারণেই ৬ সেপ্টেম্বর দিনটিকে তাঁরা কালাদিবস হিসাবে পালন করে আসছেন। তাঁদের আদিবাসী স্বীকৃতির দাবি, পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এদিন শপথ নেন আন্দোলনকারী কুড়মিরা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)