Bankura: মেলায় কম্বল চুরির অপবাদে এক মহিলা সাফাই কর্মীকে হেনস্থা, উত্তাল বিষ্ণুপুর মেলা

Bankura: বিষ্ণুপুর হাইস্কুল মাঠে চলছে বিষ্ণুপুর মেলা। জাতীয় স্তরের এই মেলার প্রাঙ্গন প্রতিদিন সাফাই এর কাজ করেন বিষ্ণুপুর পুরসভার সাফাই কর্মীরা। বুধবার মেলা প্রাঙ্গন থেকে বেশ কিছু কম্বল চুরি যায়। আর এতেই সন্দেহ গিয়ে পড়ে এক মহিলা সাফাই কর্মীর উপর।

Bankura: মেলায় কম্বল চুরির অপবাদে এক মহিলা সাফাই কর্মীকে হেনস্থা, উত্তাল বিষ্ণুপুর মেলা
সাফাই কর্মীদের বিক্ষোভ Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2024 | 12:58 PM

বাঁকুড়া:  বিষ্ণুপুর মেলা থেকে কম্বল চুরির অপবাদ দিয়ে এক মহিলা সাফাই কর্মীকে হেনস্থা করার প্রতিবাদে পুরসভার স্যানিটারি ইন্সপেক্টরকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন পুরসভার সাফাই কর্মীরা । মহিলা সাফাই কর্মীর সম্মানহানি ও হেনস্থা করার জন্য অবিলম্বে স্যানিটারি ইন্সপেক্টরকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার পুরসভায় বিক্ষোভ দেখান অন্যান্য সাফাই কর্মীরা। একই সঙ্গে তাঁদের হুঁশিয়ারি অবিলম্বে এই ঘটনার সঠিক বিচার না মিললে মেলা প্রাঙ্গনে তাঁরা সাফাই কাজ করবেন না।

বিষ্ণুপুর হাইস্কুল মাঠে চলছে বিষ্ণুপুর মেলা। জাতীয় স্তরের এই মেলার প্রাঙ্গন প্রতিদিন সাফাই এর কাজ করেন বিষ্ণুপুর পুরসভার সাফাই কর্মীরা। বুধবার মেলা প্রাঙ্গন থেকে বেশ কিছু কম্বল চুরি যায়। আর এতেই সন্দেহ গিয়ে পড়ে এক মহিলা সাফাই কর্মীর উপর। অভিযোগ, সুপর্ণা মাদ্রাজি নামের এক সাফাই কর্মীকে কম্বল চুরির মিথ্যা অপবাদ দিয়ে প্রথমে তাঁকে ফোন করে কম্বল ফেরত দেওয়ার কথা বলেন বিষ্ণুপুর পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর তুহিনশুভ্র কুণ্ডু।

চুরির কথা অস্বীকার করেন ওই মহিলা সাফাই কর্মী। পরে বিষ্ণুপুর থানার পুলিশ সিসি ক্যমেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যদের পাশাপাশি ওই সাফাই কর্মীকে বিষ্ণুপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে বলেও অভিযোগ। পরে মেলা প্রাঙ্গনের সিসি ক্যমেরা পরীক্ষা করে দেখা যায়, ওই মহিলা সাফাই কর্মী নয়, কম্বল চুরি করেছে অন্য কোনও ব্যক্তি।

আর এই ঘটনার পরেই সাফাই কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর পুরসভার সাফাই কর্মীদের একাংশ পুরসভায় হাজির হয়ে স্যানিটারি ইন্সপেক্টরকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। চুরির মিথ্যা অপবাদ দিয়ে মহিলা সাফাই কর্মীকে হেনস্থার অভিযোগে অবিলম্বে স্যানিটারি ইন্সপেক্টরকে গ্রেফতারের দাবি তুলতে থাকেন বিক্ষোভকারী সাফাইকর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মেলা প্রাঙ্গনের সাফাই কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

এদিকে এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুরসভা। পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর তুহিন শুভ্র কুণ্ডু কোনও বক্তব্য দিতে চাননি।