Bankura News: বাঁকুড়ায় ভিতর-ভিতর ‘খেলা ঘোরাচ্ছে’ তৃণমূল!

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 28, 2024 | 1:25 PM

Bankura: বাঁকুড়া এক নম্বর ব্লকের পর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা ঘটল বাঁ ছাতনা ব্লক এলাকায়। ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সঞ্জীব মাল সহ বিজেপির ৩৫ জন কর্মী যোগ দিলেন তৃণমূলে।

Bankura News: বাঁকুড়ায় ভিতর-ভিতর খেলা ঘোরাচ্ছে তৃণমূল!
হচ্ছেটা কী বাঁকুড়ায়?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: ভোটের আগে বিজেপির ‘রক্তক্ষরণ’ অব্যাহত বাঁকুড়ায়। নির্বাচন যত এগিয়ে আসছে ময়দান যেন আরও শক্ত করতে মরিয়া শাসকদল তৃণমূল। বলা বাহুল্য, রাঙা মাটির জেলায় ভিতর-ভিতর নিজেদের শক্তি ক্রমশ বাড়িয়ে তুলছে তারা। আর অন্যদিকে যেন ঘর ভাঙছে বিজেপির। এবার পদ্ম পতাকা ছেড়ে ঘাসফুল পতাকা হাতে তুলে নিলেন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ ৩৫ জন। গতকাল সন্ধ্যেয় দলে নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী।

বাঁকুড়া এক নম্বর ব্লকের পর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা ঘটল বাঁ ছাতনা ব্লক এলাকায়। ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সঞ্জীব মাল সহ বিজেপির ৩৫ জন কর্মী যোগ দিলেন তৃণমূলে। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার তৃণমূল ভবন থেকে দলবদলুরা দাবি করে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় এবং এলাকায় উন্নয়নের জন্যই এই বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন। বস্তুত, গতবারের ভোটে জেলায় ৪৯ শতাংশ ভোট পেয়ে জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি।

তবে বিজেপি অভিযোগ মানতে নারাজ। বিজেপির বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদক স্বপন মুখোপাধ্যায় বলেছেন, পদ্মশিবিরের দাবি ভয় দেখিয়ে ও চাপ দিয়ে এভাবে পঞ্চায়েত সদস্যকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে।

Next Article