Bankura: তিলোত্তমার বিচারের দাবিতে বাঁকুড়া মেডিক্যালে উড়ল ফানুস, পথে নামলেন চিকিৎসক-পড়ুয়ারা
Bankura: R G Kar কাণ্ডের পর প্রথম বিরাট নাগরিক আন্দোলন হয়েছিল গতবছরের ১৪ অগাস্ট। বছর ঘুরতে গেল। এখনও বিচার পাননি তিলোত্তমার বাবা-মা। ধর্ষণ-খুনের প্রতিবাদে ৯ অগস্টই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা।

বাঁকুড়া: আর জি কর কাণ্ডের এক বছরে তিলোত্তমার বিচারের দাবিতে ফের পথে নামলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের পড়ুয়া চিকিৎসকরা। শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের প্রতিবাদ মঞ্চে ফের জমায়েত করেন মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ারা। প্রতিবাদ মঞ্চে ফের শ্লোগান ওঠে তিলোত্তমার বিচার চাই। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি ফানুস উড়িয়েও প্রতিবাদ জানানো হবে। এক বিক্ষোভকারী চিকিৎসক পড়ুয়া বলেন, “এক বছর কেটে গেলেও, এখনও অধরা তিলোত্তমার বিচার।” দ্রুত বিচারের পাশাপাশি কলেজে কলেজে থ্রেট কালচার বন্ধের দাবিও তোলেন আন্দোলনকারী পড়ুয়ারা।
R G Kar কাণ্ডের পর প্রথম বিরাট নাগরিক আন্দোলন হয়েছিল গতবছরের ১৪ অগাস্ট। বছর ঘুরতে গেল। এখনও বিচার পাননি তিলোত্তমার বাবা-মা। ধর্ষণ-খুনের প্রতিবাদে ৯ অগস্টই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। দলীয় পতাকা ছেড়ে বিজেপি নেতা-কর্মীদের সেই অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মশাল মিছিল। শ্যামবাজার পর্যন্ত মিছিল যাবে। ভোর চারটে পর্যন্ত হবে এই কর্মসূচি। শ্যামবাজারেই তাঁরা অবস্থান করবেন। শনিবার রাখি বন্ধন কর্মসূচি। চিকিৎসক, নাগরিক সমাজকে সমাবেশে যোগ দেওয়ার আর্জি জানানো হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ মিছিল হবে।

