Bankura: দুর্গতদের ত্রিপল দেওয়া নিয়েই বিজেপি অন্দরে কোন্দল

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 25, 2024 | 1:47 PM

Bankura: ক্ষতিগ্রস্তদের ত্রাণ হিসাবে দেওয়ার জন্য বিধায়ক সরকারিভাবে ত্রিপল পেলেও সেই ত্রিপল নিজের এলাকার দুর্গতদের না দিয়ে নিজের বাড়িতে জমিয়ে রেখেছেন বলে অভিযোগ। আর এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে দুর্গত মানুষদের মধ্যে।

Bankura: দুর্গতদের ত্রিপল দেওয়া নিয়েই বিজেপি অন্দরে কোন্দল
ত্রিপল নিয়ে কোন্দল
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া:  ত্রাণের ত্রিপল দেওয়া নিয়ে এবার প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব  বিজেপির অন্দরে। খোদ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ত্রাণের ত্রিপল কুক্ষিগত করে রাখার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপির নেতা কর্মীদের একাংশ। ত্রাণের ত্রিপল বিতরণ নিয়ে  ক্ষুব্ধ দুর্গত মানুষেরা। বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই বারেবারে কাঠগোড়ায় উঠেছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানার ভূমিকা।

এবার ত্রাণের ত্রিপল নিয়েও খোদ বিধায়কের ভূমিকা নিয়ে সরব হলেন বাঁকুড়া বিধানসভার বাসিন্দারা। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভের সুর চড়িয়েছেন বিজেপির নীচু থেকে উঁচু সব স্তরের নেতা কর্মীরাও। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া বিধানসভা এলাকায় বহু গ্রামে কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বাড়ি।

ক্ষতিগ্রস্তদের ত্রাণ হিসাবে দেওয়ার জন্য বিধায়ক সরকারিভাবে ত্রিপল পেলেও সেই ত্রিপল নিজের এলাকার দুর্গতদের না দিয়ে নিজের বাড়িতে জমিয়ে রেখেছেন বলে অভিযোগ। আর এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে দুর্গত মানুষদের মধ্যে। ত্রাণ বিতরণের ক্ষেত্রে বিধায়কের এমন ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ দলের বুথ সভাপতি থেকে জেলা নেতৃত্বের একাংশও। দলের নেতা কর্মীদেরই একাংশ এমন ক্ষোভ প্রকাশ করায় চূড়ান্ত অস্বস্তিতে বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা কোনওক্রমে সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন।

এই খবরটিও পড়ুন

বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের সাফাই,  শাসক দলের বিধায়করা যেভাবে নিজেদের এলাকায় বিতরণের জন্য ত্রাণ পায় বিরোধী দলের বিধায়কদের তা দেওয়া হয় না। ফলে বিরোধী বিধায়করা মন থেকে চাইলেও সকল দুর্গতকে ত্রাণ দিতে পারেন না। তৃণমূলও এই ঘটনার জন্য কাঠগোড়ায় তুলেছে খোদ বিধায়ককে। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতির দাবি, নির্বাচিত হওয়ার পর থেকে কোনওদিনই বাঁকুড়ার মানুষ বিধায়ককে পাশে পায়নি। এই ঘটনা তারই নমুনা। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে বাঁকুড়ার বিধায়ক কী করে ক্ষোভ সামাল দেন সেটাই এখন দেখার।

Next Article