বাঁকুড়া: আচমকা বজ্রপাতে আহত হলেন এক মহিলা-সহ পাঁচ জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া থানার তারাপুর ও মাতাবেল গ্রামে। আহতদের প্রাথমিকভাবে উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি শুরু হয় মেজিয়ায়। এই সময় নিজের বাড়িতেই গৃহস্থালির কাজ করছিলেন এক মহিলা। হঠাৎ বজ্রপাতে তড়িদাহত হলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। প্রায় একই সময় পৃথক একটি বজ্রপাতে স্থানীয় মাতাবেল গ্রামে ক্যাটারিংয়ের কাজে যুক্ত চার যুবক আহত হন।
স্থানীয় বাসিন্দারাই আহতদের মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। রাতে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আহতদের সকলের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সপ্তাহ তিনেক আগে বাঁকুড়ার জঙ্গলমহলের রায়পুর ব্লকের বজ্রপাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে। এক শিশু-এক যুবকের মৃত্যু হয়। সুশান্ত সিং মহাপাত্র নামে ওই যুবক সেসময় মাঠে কাজ করছিলেন। সঙ্গে ছিল এক শিশুও। বজ্রপাতে দু’জনেরই মৃত্যু হয়।
তারও আগে জুন মাসে বজ্রপাতে মৃত্যু হয় ২ জনের। আহত হন কমপক্ষে ১৪ জন। ওই মাসেই বাঁকুড়ায় চোদ্দো বছরের এক কিশোরীর মৃত্যু হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, বাঁকুড়া জেলায় বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। মানুষকে বৃষ্টি, বজ্রপাতের সময়ে ঘর থেকে বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছে প্রশাসন। বাড়ির বাইরে থাকলে কাচা বাড়ি, টিনের শেডের নীচে না দাঁড়ানোর পরামর্শ দিচ্ছে প্রশাসন। এ ব্যাপারে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। খোলা জমিতে যাতে সেসময় চাষিরা কাজ না করেন, সেই বিষয়টি কঠোরভাবে নিষেধ করছেন প্রশাসনিক কর্তারা।