Bankura Deadbody: মদের ঠেকে বচসা, পরে নদীর ধার উদ্ধার যুবকের দেহ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 02, 2022 | 7:35 PM

Bankura: বাঁকুড়া শহরের মাদাকাটা এলাকার ঘটনা। সেখানেই দ্বারকেশ্বরের পাড় থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Bankura Deadbody: মদের ঠেকে বচসা, পরে নদীর ধার উদ্ধার যুবকের দেহ
শোকার্তা পরিবারের সদস্যরা (নিজস্ব ছবি)

Follow Us

বাঁকুড়া: দ্বারকেশ্বর নদ লাগোয়া চর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। মদের ঠেকে লাগাতার গণ্ডগোলের জেরে খুন বলে দাবি পরিবারের।

বাঁকুড়া শহরের মাদাকাটা এলাকার ঘটনা। সেখানেই দ্বারকেশ্বরের পাড় থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম সঞ্জয় দাস। পরিবারের দাবি মদের আড্ডায় গণ্ডগোল হওয়ার কারণেই সঞ্জয়কে খুন করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সঞ্জয় দাস পেশায় ভ্যান চালক। বুধবার বিকেলে মদ খাওয়ার জন্য বাড়ির বাইরে বের হন তিনি। অভিযোগ, এরপর গতকাল বিকালে মদ খাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সঞ্জয়। তবে তারপর থেকে আর খোঁজ মেলেনি। গভীর রাতে খোঁজাখুঁজি শুরু হলে স্থানীয় পরিবারের লোকজন জানে পারেন সঞ্জয় বাড়ির থেকে একটু দূরে দ্বারকেশ্বেরের পাড়ে পড়ে রয়েছে।

খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের দাবি, সঞ্জয়ের শরীরে পা ছাড়াও একাধিক অংশে গভীর ক্ষতচিহ্ন ছিল। স্বাভাবিক ভাবে পরিবারের প্রাথমিক  অনুমান বাড়ির অদূরে দ্বারকেশ্বর নদের পাড়ে আরও তিন বন্ধুর সঙ্গে মদের ঠেকে বসে মদ খাওয়ার সময় নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই খুন হয়েছেন সঞ্জয় । গোটা ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।

যদিও, সঞ্জয়ের মদ খাওয়ার সঙ্গীদের একাংশ মদের ঠেকে গণ্ডগোলের কথা অস্বীকার করেছে। সঞ্জয়ের মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে পুলিশ। পুলিশের দাবি ময়না তদন্তের রিপোর্ট না মেলা পর্যন্ত মৃত্যুর আসল কারণ বলা সম্ভব নয়। তবে ইতিমধ্যেই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে।

Next Article