Bankura TMC: পতাকা টাঙানো নিয়ে বিবাদ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 14, 2023 | 11:15 AM

Bankura TMC: স্থানীয় বাসিন্দারাই আহত বিজেপি কর্মীদের উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। অভিযোগ জানানো হয় ইন্দাস থানায়।

Bankura TMC: পতাকা টাঙানো নিয়ে বিবাদ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বাঁকুড়়ায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

Follow Us

বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের আগেই রাজনৈতিক মহলে উত্তাপ ইন্দাস ব্লকে । দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে মণ্ডল সভাপতি-সহ ৫ বিজেপি কর্মী সমর্থককে ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার ইন্দাস ব্লকের রোল গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিজেপি কর্মী দলীয় পতাকা লাগাতে গেলে তাঁকে মারধর করেন তৃণমূল আশ্রীত বেশ কয়েকজন দুষ্কৃতী। খবর পেয়ে বিজেপি কর্মীকে দেখতে সেখানে যান ইন্দাস ব্লক বিজেপি মণ্ডল ওয়ান সভাপতি শোভন দেব নন্দী-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ, সেখানে গিয়ে তাঁদেরকেও আক্রান্ত হতে হয়। তাঁদের ওপরেও চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকরা। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বিজেপি কর্মীদের বাইকও। ঘটনায় মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় বাসিন্দারাই আহত বিজেপি কর্মীদের উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। অভিযোগ জানানো হয় ইন্দাস থানায়। গোটা ঘটনায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, ” শুধুমাত্র বিজেপি করার জন্যই এই মারধর আমাদের কর্মীরা মার খেয়েছেন। পশ্চিমবঙ্গে একমাত্র দল বিজেপি যে শাসকদলকে উপড়ে ফেলতে পারে।” ইতিমধ্যেই থানার অভিযোগ করা হয়েছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব ।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “সামনে পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং মারপিট। শুধু শুধু তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে বিজেপি।” এই ঘটনায় এলাকায় বেড়েছে রাজনৈতিক উত্তাপ।

Next Article