বাঁকুড়া: চড়কের মেলায় গিয়েছিলেন তরুণী। মেলায় এদিন ওদিক ঘুরে নাগরদোলায় ওঠেন তিনি। সেই নাগরদোলায় ওঠাই কাল হল। প্রায় ২০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু হল প্রিয়ঙ্কা বাউড়ি নামে ওই তরুণীর। শুক্রবার বাঁকুড়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘিরে হুলস্থুল পড়ে যায়। হইহই করে মেলায় গিয়েছিলেন তরুণী। নাগরদোলার বিয়ারিংয়ে চুল আটকে যে এমন ভয়ঙ্কর পরিণতি হবে ভাবতেও পারছেন না বাড়ির লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, খোলা চুলে নাগরদোলায় ওঠেন তরুণী। হঠাৎই বিয়ারিংয়ে চুল আটকে যায়। এদিকে তখন নাগরদোলা ঘুরছে। এরপর নাগরদোলা থামানো হলেও বেশ কিছুক্ষণ উপরে ঝুলে ছিলেন প্রিয়ঙ্কা। এরপরই নীচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আরও খারাপ হলে তাঁকে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে এদিন বাঁকুড়া শহর লাগোয়া এক্তেশ্বরে গাজন মেলা শুরু হয়। সেখানে এসেছিলেন ভাদুল গ্রামের ২০ বছর বয়সী প্রিয়ঙ্কা। স্থানীয়দের দাবি, তরুণীর খোলা চুল কোনওভাবে নাগরদোলার পিলার ও পরে বিয়ারিংয়ে আটকে যায়।
এরপরই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। নাগরদোলার আসন থেকে ছিটকে এসে একটা পাশে ঝুলতে থাকেন তিনি। কিছু সময় এভাবে ঝুলে থাকার পর মাটিতে পড়ে যান তিনি। এই ঘটনার পর মেলা প্রাঙ্গণে নাগরদোলা বন্ধ করে দেয় প্রশাসন।
মেলার উদ্যোক্তা লালমোহন দেওঘরিয়া বলেন, “আজ সকালে হঠাৎই দুর্ঘটনা ঘটে। এক তরুণী খোলা চুলে নাগরদোলায় উঠেছিলেন। সে সময়ই কোনওভাবে নাগরদোলনার বেয়ারিংয়ে চুল আটকে যায়। এরপরই প্রায় ২০ ফুট উঁচু থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে আমরা মন্দির কমিটির লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। তবে হাসপাতাল থেকে পিজিতে রেফার করে দেয়।”