দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত বাঁকুড়া, অবরুদ্ধ জাতীয় সড়ক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 13, 2021 | 8:45 AM

Bankura TMC: ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। স্থানীয় রেশন ডিলার শঙ্কর শর্মার বাড়িতে এক দল যুবক হামলা চালান বলে অভিযোগ।

দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত বাঁকুড়া, অবরুদ্ধ জাতীয় সড়ক

Follow Us

বাঁকুড়া: ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার (Bankura) মেজিয়া। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে চলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বাঁকুড়া রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। স্থানীয় রেশন ডিলার শঙ্কর শর্মার বাড়িতে এক দল যুবক হামলা চালান বলে অভিযোগ। নাম ওঠে স্থানীয় প্রভাবশালী দুই নেতা রবি গোপ ও তাঁর ছেলে বিশ্বজিত্ গোপের বিরুদ্ধে। তাঁদের অনুগামীরাই হামলা চালায় বলে অভিযোগ। বিশাল ও অভিষেক শর্মা নামে রেশন ডিলারের দুই আত্মীয়ের মাথায় গুরুতর চোট লাগে। হামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী।

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এ প্রসঙ্গে মেজিয়া  ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিপ্লব দুবে বলেন, “সিন্ডিকেট রাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তাই এই ধরনের ঘটনা আজকাল ঘটছে।”

যদিও ঘটনায় অভিযুক্তদের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন। আরও পড়ুন: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, দেহরক্ষী নিয়ে নীল বাতিতে ঘুরতেন! এবার হুগলিতে ধৃত ‘ঠগ’

Next Article