AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: মনোনয়নই জমা করেনি বিরোধীরা, ৫৯-৫৯ই পেল তৃণমূল

Bankura: বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় সমবায় সমিতিতে একসময় একচেটিয়া দখল ছিল বামেদের। রাজ্য সরকারে পালাবদলের পর ওই সমবায়ের পরিচালন সমিতির দখল নেয় তৃণমূল। তারপর থেকে কার্যত একচেটিয়াভাবে ওই সমবায় নিজেদের দখলে রেখেছে তৃণমূল।

Bankura: মনোনয়নই জমা করেনি বিরোধীরা, ৫৯-৫৯ই পেল তৃণমূল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 08, 2025 | 5:27 PM
Share

বাঁকুড়া: ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে জয় পেল তৃণমূল। মঙ্গলবার বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় সমবায় সমিতির মনোনয়ন জমার শেষ দিনেও কোনও আসনেই বিরোধীরা মনোনয়ন জমা না করায় সমিতির ৫৯ টি আসনেই জয় ছিনিয়ে নেয় তৃণমূল। বিরোধীদের দাবি, ওই সমবায় সমিতির কোনও আসনেই তাঁদের গায়ের জোরে মনোনয়ন করতে দেয়নি তৃণমূল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল।

বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় সমবায় সমিতিতে একসময় একচেটিয়া দখল ছিল বামেদের। রাজ্য সরকারে পালাবদলের পর ওই সমবায়ের পরিচালন সমিতির দখল নেয় তৃণমূল। তারপর থেকে কার্যত একচেটিয়াভাবে ওই সমবায় নিজেদের দখলে রেখেছে তৃণমূল। এবারও তার অন্যথা হলনা। মঙ্গলবার ছিল ওই সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নের শেষ দিন। কিন্তু শেষ দিনেও বিরোধীদের কোনও প্রার্থী মনোনয়ন জমা না করায় ওই সমবায়ের পরিচালন সমিতির ৫৯ টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল।

জয়লাভের পর তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্বের সঙ্গে সবুজ আবির উড়িয়ে তা উদযাপন করেন জয়ী প্রার্থীরা। তৃণমূলের জেলা সভাপতির দাবি, বিরোধীশূন্য করে সমবায়ের এই জয় আসলে উন্নয়নের জয়। এই জয়কে পাথেয় করে ২০২৬ এর ভোটে বিষ্ণুপুর মহকুমার ৬ টি আসনেই জয়ের পতাকা ওড়াবে তৃণমূল। বিরোধীদের দাবি, সমবায়ের ওই নির্বাচনে প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূল গায়ের জোরে বিরোধীদের মনোনয়ন করতে দেয়নি । নাহলে ফল অন্যরকম হত।

বিরোধীদের অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি পুলিশ, প্রশাসন ও সংবাদমাধ্যম সকলেই ছিল। তাঁরা সকলেই দেখেছেন বিরোধীরা মনোনয়ন জমা দিতে আসেননি। তৃণমূলের চ্যালেঞ্জ বিরোধীরা নিজেদের অভিযোগের স্বপক্ষে প্রমাণ দেখাতে পারলে তৃণমূল সমস্ত প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হবে।