Bankura: ভোটের আগে বই খাতা দেওয়ার হিড়িক? TMC প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ
Bankura: সুভাষ সরকারের বক্তব্য, একদিকে এই ঘটনা যেমন নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে, তেমনই রাজ্যের ছাত্র ছাত্রীদের বই খাতা সরবরাহের ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতাকে তুলে ধরছে। যদিও, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু।
বাঁকুড়া: সামনেই উপভোট। তার আগে ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল বাঁকুড়ার তালডাংরা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর বিরুদ্ধে। বুধবার তৃণমূল প্রার্থী নিজের নির্বাচনী ক্ষেত্রের ইন্দপুর ব্লকের ঝরিয়া গ্রামে পড়ুয়াদের মধ্যে বই খাতা বিতরণ করে এই নির্বাচনী বিধিভঙ্গ করেছেন এমন অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন কেন্দ্রের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। সামাজিক মাধ্যমে অভিযোগ জানানোর পাশাপাশি প্রাক্তন মন্ত্রী বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হবে বলে জানিয়েছেন। অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী।
আগামী ১৩ নভেম্বর বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। ডান-বাম সব দলের চলছে জোর প্রচার। তারই মাঝে গতকাল ইন্দপুর ব্লকের ঝরিয়া গ্রামে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। স্থানীয় এলাকার কচিকাচাদের মধ্যে বই ও খাতা বিতরণ করে বলে অভিযোগ। বই খাতা বিতরণের একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এই ঘটনাকে নির্বাচনী বিধি ভঙ্গ বলে দাবি করে সরব হয়েছেন তিনি।
সুভাষ সরকারের বক্তব্য, একদিকে এই ঘটনা যেমন নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে, তেমনই রাজ্যের ছাত্র ছাত্রীদের বই খাতা সরবরাহের ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতাকে তুলে ধরছে। যদিও, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। তাঁর বক্তব্য, প্রচারে গিয়ে তিনি বই খাতা বিতরণ করেননি। সেখানে দলের প্রচারমূলক লিফলেট বিতরণ করা হয়েছে। তবে সেখানে প্রচার সেরে চলে আসার পর কী হয়েছে তা তাঁর জানা নেই। একই সঙ্গে তাঁর দাবি নির্বাচন কমিশন জানতে চাইলে তিনি উত্তর দিতে প্রস্তুত।