Bankura-Purulia: প্রবল বৃষ্টিতে ডুবল সেতু, বন্ধের পথে বাঁকুড়া-পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থা
Bankura-Purulia: বাঁকুড়া ও পুরুলিয়া দুই জেলার সীমানা দিয়ে বয়ে গেছে দারকেশ্বরের উপনদী ডাংরা। বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিতে খরস্রোতা এই নদীর জলের স্তর বাড়তে শুরু করে। রাতে অনেকটাই বেড়ে যায় জল। তাতেই সমস্যা আরও বেড়ে যায়।
বাঁকুড়া: বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সীমানায় থাকা ডাংরা নদীর জলে ভাসল একাধিক সেতু। সেতুগুলি জলের তলায় চলে যাওয়ায় দুই জেলার সংযোগকারী একাধিক রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এখনও লাগাতার বৃষ্টি চলছে বাঁকুড়ায়। স্বাভাবিকভাবেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন দুই জেলার মানুষ।
বাঁকুড়া ও পুরুলিয়া দুই জেলার সীমানা দিয়ে বয়ে গেছে দারকেশ্বরের উপনদী ডাংরা। বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিতে খরস্রোতা এই নদীর জলের স্তর বাড়তে শুরু করে। রাতে অনেকটাই বেড়ে যায় জল। আর এতেই জলে ডুবে যায় জোড়হীড়া মনিহারা সংযোগকারী রাস্তার উপর ডাংরা নদীর জামথোল সেতু। ওই সেতু দিয়ে প্রতিদিন বেশ কয়েকটি যাত্রীবাহী বাস চলাচল করে।
সেতুর উপর দিয়ে হু হু করে জল বইতে থাকায় ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় হেঁটে পারাপারও। অন্যদিকে ভারী বৃষ্টির জেরে ডাংরা নদীর জলে প্লাবিত হয়েছে আড়রার কাছে থাকা একটি সেতুও। এর ফলে বাঁকুড়ার ছাতনা ও পুরুলিয়ার কাশিপুর ব্লকের সংযোগকারী রাজ্য সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়া এই দুটি জেলার সংযোগকারী একাধিক রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুই জেলার মানুষই পড়েছেন চূড়ান্ত সমস্যায়। সমস্যা সমাধানে প্রশাসন এখন কী উদ্যোগ নেয় সেদিকেই নজর সকলের।