Road Block: নিখোঁজ যুবকের দেহ উদ্ধার গ্রামের পুকুরে, প্রেমিকার বাড়িতে ভাঙচুর, রাস্তা অবরোধ গ্রামবাসীদের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 26, 2022 | 5:22 PM

Bankura: পুলিশের আশ্বাসে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ তুলে নিলেও, মৃত যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা মেয়েটির বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

Road Block: নিখোঁজ যুবকের দেহ উদ্ধার গ্রামের পুকুরে, প্রেমিকার বাড়িতে ভাঙচুর, রাস্তা অবরোধ গ্রামবাসীদের

Follow Us

বেলিয়াতোড়: চার দিন ধরে নিখোঁজ থাকার পর যুবকের দেহ উদ্ধার হল গ্রাম লাগোয়া পুকুর থেকে। ওই যুবককে খুন করা হয়েছে অভিযোগ পরিবারের। বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার মার্খা গ্রামে ঘটেছে এই ঘটনা। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হলেও পুলিশ সঠিক ভাবে তদন্ত করেনি এই অভিযোগ করে শনিবার বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রাজ্য সড়কের মার্খা মোড় অবরোধের জেরে যানজট তৈরি হয় জাতীয় সড়কে। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তোলেন স্থানীয়রা। মৃত যুবকের পরিবারের লোকেদের অভিযোগ, গ্রামেরই এক জন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির পরিবাররের লোকেরা ওই যুবককে খুন করেছেন বলে অভিযোগ মৃতের পরিবারের। রাস্তা অবরোধ তোলার পর উত্তেজিত জনতা মৃত যুবকের সঙ্গে সম্পর্ক থাকা মেয়েটির বাড়িতে ভাঙচুর চালায়। তখন পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বেলিয়াতোড় থানার মার্খা গ্রামের বছর বাইশের যুবক সুমন দে গত ২২ নভেম্বর রাতে নিজেদের পোল্ট্রি ফার্মে শুতে যান। পরের দিন সকালে পরিবারের লোকজন দেখেন পোল্ট্রি ফার্মের দরজা খোলা অবস্থায় রয়েছে। সুমন পোল্ট্রি ফার্মের ভিতর না থাকায় শুরু হয় খোঁজাখুঁজি। আশপাশের এলাকা তন্নতন্ন করে খুঁজেও সুমনের হদিশ মেলেনি। ওই দিনই বেলিয়াতোড় থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। এর পর বিভিন্ন অজুহাতে বেলিয়াতোড় থানার পুলিশ তদন্তে টালবাহানা করতে থাকে বলে অভিযোগ। তদন্তের অগ্রগতি সম্পর্কে থানায় জানতে গেলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে মৃতের পরিবারের দাবি।

শনিবার সকালে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গিয়ে খোঁজাখুঁজি শুরু করতেই বাড়ির দেড়শো মিটার দূরে থাকা একটি পুকুরে সুমনের দেহ দেখতে পায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এই ঘটনাটিকে খুনের ঘটনা দাবি করে মৃতের পরিবার পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলাতির অভিযোগ তুলে সরব হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশের এই ভূমিকার প্রতিবাদে মার্খা মোড়ে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। মৃতের বাবার অভিযোগ, তাঁর ছেলের গ্রামেরই একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাঁর সন্দেহ, ছেলেকে খুনের পিছনে মেয়েটির পরিবারের যোগ থাকতে পারে। মৃতের পরিবার অবিলম্বে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশের আশ্বাসে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ তুলে নিলেও, মৃত যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা মেয়েটির বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মেয়েটির পরিবারের মনোহারি দোকান, ঘর বাড়ি, একটি চারচাকা গাড়ি ও একটি বাইক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও প্রথমে ব্যর্থ হয়। পরে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত মেয়েটির পরিবার। তাঁদের দাবি, তাঁরা ঘটনার দিন গ্রামে ছিলেন না। একটি বিয়ে বাড়িতে যোগ দিতে তাঁরা বাইরে গিয়েছিলেন।

Next Article