Dilip Ghosh: ‘ইডি-সিবিআই ঢোড়া নয়, কেউটে সাপ’, বাঁকুড়ার জনসভা থেকে মন্তব্য দিলীপ ঘোষের
খাতড়ার রঙ্কিনীতলার মাঠে ‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচির অঙ্গ হিসাবে জনসভা করে বিজেপি। সেখানেই বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন দিলীপ।
খাতড়া: কেন্দ্রীয় গোয়েন্দা সিবিআই এবং ইডি-কে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। খাতড়ার রঙ্কিনীতলার মাঠে ‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচির অঙ্গ হিসাবে জনসভা করে বিজেপি। সেখানেই বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন দিলীপ। তিনি বলেছেন, “সিবিআই, ইডি ঢোড়া সাপ নয়, কেউটে সাপ। ছোবল মারলে মুখ দিয়ে ফেনা বেরোবে।” কলকাতার গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় দিলীপ বলেছেন, “প্রতিদিন টাকা উদ্ধার হচ্ছে। আরো উদ্ধার হবে। এই টাকা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের খুশি হচ্ছে। তারা ভাবছে আমাদের টাকা লুকিয়ে রেখেছে। নেতা মন্ত্রীদের খুব কষ্ট হচ্ছে। তাদের লুকানো টাকা সব বেরিয়ে যাচ্ছে। আগামী দিনে সব সাফ হয়ে যাবে। এই টাকা আসলে ব্যবসায়ীর বাড়িতে তৃনমূলের টাকা।”
সিবিআই-ইডি নিয়ে তিনি বলেছেন, “কেষ্ট জেলে গেছে, দিদি মালা গেঁথে রেখেছে। মিষ্টি সাজিয়ে রেখেছে। মালা শুকিয়ে যাবে, মিষ্টি নষ্ট হয়ে যাবে কিন্তু কেষ্ট আর বাইরের আলো দেখবে না। অপরাধ করে পার পেয়ে যাওয়ার দিন পাল্টেছে। আইন কানুন শক্ত হয়েছে। আপনারা চিন্তা কপ্রবেন না। সিবিআই ইডি আছে। এ ঢোড়া সাপ নয়, এ কেউটে সাপ। ছোবল মারলে মুখ দিয়ে ফেনা বেরোবে।“ আনিস খানের ভাই এর উপর হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, “পুলিশ দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে। সারা দেশ থেকে দুষ্কৃতীরা এখানে আসছে। অন্য রাজ্য থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এরা খবরই পায় না। আর তৃণমূলের বিরুদ্ধে কথা বললে তার বাঁচার অধিকার নেই। পুলিশ মন্ত্রী কী করছে কেউ জানে না। আনিস খান হত্যার ঘটনা ধামাচাপা দিতেই এই হামলা চালানো হচ্ছে। আনিসের পরিবার সিবি আই তদন্ত চেয়ে লড়াই করছে। আমরা সেই লড়াইয়ের পাশে আছি।“
আজ বাঁকুড়ার খাতড়ার রঙ্কিনীতলার মাঠে চোর ধরো জেল ভরো কর্মসূচির অঙ্গ হিসাবে জনসভা করে বিজেপি। সেই জন সভাতেই দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার-সহ বিজেপি নেতৃত্ব। সভা শুরুর আগে বিজেপি নেতা কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের পথ আটকায়। এই সময় পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের সাথে হালকা ধাক্কাধাক্কি হয় পুলিশের। পরে বিজেপির নেতা কর্মীরা মিছিল বন্ধ করে জনসভা শুরু করেন।