AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fear in Village: ঘড়িতে তখন রাত আড়াইটে, আচমকা ঢুকে এসেছিল ওরা দু’জন! সকালে গ্রামের অবস্থা দেখে চোখে জল এলাকাবাসীর

Fear in Village: বন দফতর সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গলে দু’টি ও দেউলির জঙ্গলে একটি হাতি রয়েছে। সেই হাতিগুলির মধ্যে দু’টি হাতি গতকাল রাত আড়াইটা নাগাদ প্রবল বৃষ্টির মধ্যে আচমকাই খাবারের খোঁজে প্রথমে হানা দেয় কলগোড়া বাজারে।

Fear in Village: ঘড়িতে তখন রাত আড়াইটে, আচমকা ঢুকে এসেছিল ওরা দু’জন! সকালে গ্রামের অবস্থা দেখে চোখে জল এলাকাবাসীর
ভয়ঙ্কর অবস্থা গ্রামের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 29, 2025 | 2:42 PM
Share

বাঁকুড়া: মাঝরাতে আচমকা হানা। তোলপাড় চলল গোটা গ্রামে। দোকান থেকে বাড়ি, সর্বত্রই চলল ভাঙচুর। ঘটনা বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের কলগোড়া ও শ্রীচন্দ্রপুর গ্রামে। এলাকায় একটি দোকান এবং শ্রীচন্দ্রপুর গ্রামে একটি বাড়ি ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বন দফতর জানিয়েছে ক্ষতিগ্রস্থদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে ঘটনায় কেউ হতাহত হননি।  

বন দফতর সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গলে দু’টি ও দেউলির জঙ্গলে একটি হাতি রয়েছে। সেই হাতিগুলির মধ্যে দু’টি হাতি গতকাল রাত আড়াইটা নাগাদ প্রবল বৃষ্টির মধ্যে আচমকাই খাবারের খোঁজে প্রথমে হানা দেয় কলগোড়া বাজারে। সেখানে আস্তিক মুখোপাধ্যায়ের দোকানে ভাঙচুর চালায়। 

দোকানে হানা দেওয়ার পরে হাতি দু’টি ঢুকে পড়ে স্থানীয় শ্রীচন্দ্রপুর গ্রামে। সেখানে বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে হাতি দু’টি ফের পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। হাতির হানায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গদরি বাউরির বাড়ি। ক্ষতিগ্রস্তদের দাবি বন দফতরের টালবাহানাতেই বারংবার লোকালয়ে হাতির হানার মত ঘটনা ঘটছে। ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলা জানিয়েছে বন দফতর।