Bankura: মার্চের সেকেন্ড উইকেই এই হাল! এমনটা কখনও দেখেনি বাঁকুড়া

Hirak Mukherjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 15, 2025 | 1:31 PM

Bankura: গতকাল, শুক্রবারই বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ, শনিবার সকাল থেকে চড়চড়িয়ে উঠছে তাপমাত্রার পারদ।

Bankura: মার্চের সেকেন্ড উইকেই এই হাল! এমনটা কখনও দেখেনি বাঁকুড়া

Follow Us

বাঁকুড়া: সবে মার্চ মাস পড়েছে। বসন্তের এই সবে শুরু। আর তার মধ্য়েই পুড়িয়ে দেওয়ার মতো গরম। নজির গড়ে মার্চের দ্বিতীয় সপ্তাহেই তাপমাত্রা প্রায় ৪০ ছুঁয়ে ফেলল। তাপপ্রবাহে পুড়ছে বাঁকুড়া জেলার উত্তর থেকে দক্ষিণ। সাধারণ মানুষ দুপুরের পর বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছে। তাপপ্রবাহের জেরে দ্রুত নামছে মাটির নীচের জলস্তরও। ফলে জলের আকাল দেখা দিচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে।

বাঁকুড়া জেলায় তাপপ্রবাহ কোনও নতুন ঘটনা নয়। সাধারণত এপ্রিল ও মে মাসে তাপপ্রবাহে পুড়তে দেখা যায় বাঁকুড়া জেলাকে। কিন্তু সেই রীতি ভেঙে এবার মার্চের দ্বিতীয় সপ্তাহেই তাপপ্রবাহ শুরু হল বাঁকুড়া জেলায়। গতকাল, শুক্রবারই বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ, শনিবার সকাল থেকে চড়চড়িয়ে উঠছে তাপমাত্রার পারদ।

প্রবল গরমের হাত থেকে বাঁচতে বেলা বাড়তেই রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে। দুপুরের দিকে বাড়ির বাইরের কাজ এড়িয়ে চলছেন সাধারণ মানুষ। এদিকে গরম বাড়তে শুরু করায় পাল্লা দিয়ে জেলা জুড়ে নামতে শুরু করেছে মাটির নীচের জলস্তর। ফলে জেলার বিভিন্ন প্রান্তে পানীয় জলের আকাল দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Next Article