BJP: দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরির ‘নির্দেশ’, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনে অভিযোগ বিজেপির

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Oct 29, 2024 | 3:42 PM

BJP: বিজেপির দাবি, তৃণমূলের পক্ষে ভোট টানতেই ব্লক ও জেলা প্রশাসন এভাবে উঠেপড়ে লেগেছে। যা আদর্শ আচরনবিধি লঙ্ঘন করছে। অবিলম্বে ওই বিডিওকে বরখাস্ত করতে হবে। তৃণমূল অবশ্য এই ঘটনাকে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন বলে মানতে নারাজ।

BJP: দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরির ‘নির্দেশ’, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনে অভিযোগ বিজেপির
জেলার রাজনৈতিক মহলে চাপানউতোর
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বাঁকুড়া: দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরির নির্দেশ দিয়েছে ব্লক প্রশাসন। উপ নির্বাচনের মাঝে প্রশাসনের এই নির্দেশিকাকে ঘিরে বাঁকুড়ায় তৈরি হল বিতর্ক। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপির দাবি, শাসকদলের পক্ষে ভোট টানতেই উপনির্বাচনের আগে এমন নির্দেশ জারি করেছে ব্লক প্রশাসন। অবিলম্বে সংশ্লিষ্ট ব্লকের বিডিওর বরখাস্ত দাবিও করেছে পদ্ম শিবির। 

আগামী ১৩ নভেম্বর বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচন উপলক্ষে গোটা বাঁকুড়া জেলায় লাগু হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। আর এরই মাঝে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের বিডিওর জারি করা একটি চিঠিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিডিও সুমন্ত ভৌমিকের তরফে ২৮ অক্টোবর দেওয়া একটি চিঠিতে ওই ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের দ্রুত দানায় ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকদের হাউস বিল্ডিং গ্র‍্যান্ট দেওয়ার জন্য তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আর এই চিঠিকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। রাজ্য বিজেপির তরফে ওই চিঠি-সহ নির্বাচন কমিশনে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানানো হয়েছে। 

বিজেপির দাবি, তৃণমূলের পক্ষে ভোট টানতেই ব্লক ও জেলা প্রশাসন এভাবে উঠেপড়ে লেগেছে। যা আদর্শ আচরনবিধি লঙ্ঘন করছে। অবিলম্বে ওই বিডিওকে বরখাস্ত করতে হবে। তৃণমূল অবশ্য এই ঘটনাকে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন বলে মানতে নারাজ। তৃনমূলের দাবি, দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের পাশে প্রশাসনের দাঁড়ানোর বিষয়টি সহ্য করতে পারছে না বিজেপি। তাই নির্বাচন কমিশনের নিয়ম না জেনেই তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন আগে থেকেই চলতে থাকা প্রকল্পের আওতায় বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ক্ষেত্রে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয় না। যদিও ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে তপ্ত বাঁকুড়ার রাজনৈতিক মহল। 

Next Article