Bankura: কেন শুধু শুধু শাসকদলের লোকজন কাজ পাচ্ছে? বিডিও-কে ডেডলাইন দিয়ে দিলেন বিজেপি বিধায়ক

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Sep 12, 2024 | 9:22 PM

Bankura: প্রসঙ্গত, বাঁকুড়ার ওন্দা পঞ্চায়েত সমিতির দুর্নীতির অভিযোগ তুলে বারেবারে সরব হতে দেখা গিয়েছে বিরোধী বিজেপিকে। একাধিকবার পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভও দেখিয়েছে বিজেপি।

Bankura: কেন শুধু শুধু শাসকদলের লোকজন কাজ পাচ্ছে? বিডিও-কে ডেডলাইন দিয়ে দিলেন বিজেপি বিধায়ক
ফুঁসছে বিজেপি
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বাঁকুড়া: বাছাই ঠিকাদারদের সঙ্গে যোগসাজস করে বেছে বেছে শাসকদলের সদস্যদের কাজ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি সদস্যরা। ৫ দিনের মধ্যে অবস্থা বদল না হলে বিডিওকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। ঘটনায় জোর শোরগোল বাঁকুড়ার ওন্দার রাজনৈতিক মহলে।  

পঞ্চায়েত সমিতির ৪২ জন নির্বাচিত সদস্যের মধ্যে ১৭ জন বিজেপির। অভিযোগ, সরকারি প্রকল্পের কাজ বেছে বেছে দেওয়া হচ্ছে শুধুমাত্র শাসকদলের সদস্যদের। তাতেই বাঁকুড়ার ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিওর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলছে বিজেপি। এদিন স্থানীয় বিধায়কের নেতৃত্বে বিডিও অফিস ঘেরাও করেন পদ্ম কর্মীরা। ৫ দিনের মধ্যে অবস্থা বদল না হলে বিডিও কে দফতর থেকে বের হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। 

প্রসঙ্গত, বাঁকুড়ার ওন্দা পঞ্চায়েত সমিতির দুর্নীতির অভিযোগ তুলে বারেবারে সরব হতে দেখা গিয়েছে বিরোধী বিজেপিকে। একাধিকবার পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভও দেখিয়েছে বিজেপি। কিন্তু তারপরও অবস্থার বদল হয়নি। বিজেপির দাবি, সম্প্রতি পঞ্চায়েত সমিতি এলাকায় উন্নয়নের জন্য ১ কোটি ২৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। শুধুমাত্র যে এলাকায় তৃনমূল নির্বাচিত হয়েছে  সেই এলাকায় ওই টাকায় উন্নয়নের কাজ হলেও বিরোধীরা কোনও কাজ পাননি। পঞ্চায়েত সমিতিতে বিরোধী সদস্যদের কোনওরকম গুরুত্ব দেওয়া হয় না বলেও অভিযোগ। এই অভিযোগকে সামনে রেখে এদিন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বিজেপির দাবি, এই সব দুর্নীতি ও স্বজনপোষণের মূল নায়ক ওন্দার বিডিও মুসারফ হোসেন ও ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ। যদিও ওন্দার বিডিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি। ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিধায়কের সঙ্গে মানুষের কোনও যোগ নেই। নিজেকে দলে প্রাসঙ্গিক রাখতেই এই ধরনের কথা বলছেন।

Next Article