ইন্দাস: মনোনয়ন পর্বেই উত্তপ্ত ভাঙড় ও ক্যানিং। তাহলে ভোটের দিনগুলিতে কী হবে সেই নিয়েই উঠছে প্রশ্ন। দক্ষিণ ২৪ পরগনার এই দুই জায়গার পাশাপাশি বাঁকুড়ার ইন্দাস থেকেও সামনে এল অশান্তির খবর।জানা গিয়েছে, আজ বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক মিছিল করে বিডিও অফিসের দিকে যাচ্ছিলেন। পাল্টা কয়েক হাজার সমর্থককে নিয়ে জমায়েত করে তৃণমূলও।
এরপর ইন্দাসে ঢোকার মুখে পুলিশ বিজেপির মিছিল আটকানোর চেষ্টা করে। তখনই শুরু হয় উত্তেজনা। বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই উত্তজনার মাঝে পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বেশ কয়েকজন বিজেপি কর্মী। পীরতলার কাছাকাছি পৌঁছতেই তাঁদের লাঠিপেটা করে পুলিশ।
উল্লেখ্য, আজ ভাঙড় ও ক্যানিংয় রণক্ষেত্র হয়ে ওঠে। মঙ্গলবারের পর বুধবারও একই চিত্র প্রকাশ্যে আসে।খবর করতে গিয়ে আক্রান্ত হন TV9 বাংলার সাংবাদিক, চিত্র সাংবাদিককে। বাঁশ-লাঠি দিয়ে মারধর, হাঁসুয়া দিয়ে কোপানোরও চেষ্টা চলে। বুধবার ভাঙড় এক নম্বর ব্লক সওকত মোল্লার এলাকায় আইএসএফ মনোনয়ন জমা দেওয়ার দিন। সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। চলে লাঠালাঠি, ঝরে রক্ত, হয় বোমাবাজি। দিনের শুরুতেই এক চিত্র সাংবাদিকের মাথা ফেটে যায়।
অপরদিকে, ক্যানিংয়ে দিনে-দুপুরে পরপর বোমার আওয়াজ শোনা যায়। চলে গুলিও। বুধবার এই সংঘর্ষের মাঝেই আক্রান্ত হয়েছেন TV9 বাংলার আরও এক চিত্র সাংবাদিক। মাথায় আঘাত পেয়েছেন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, এ দিন সকালেই গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল নেতা। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি