Bankura: জলে ভেজা শরীর, সবেমাত্র আঁচল সরাচ্ছিলেন মহিলা, হঠাৎ গলাভর্তি মদ খেয়ে গাড়ি নিয়েই পুকুরের জলে ঝাঁপালেন চালক, দৃশ্য দেখে চোখ নামালেন প্রতিবেশী

Bankura: বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের তেলানি পাড়া এলাকার ঘটনা। ঘটনায় গুরুতর জখম মহিলাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবী মদ্যপ অবস্থায় গাড়িটি চালানোর ফলেই এই বিপত্তি।

Bankura: জলে ভেজা শরীর, সবেমাত্র আঁচল সরাচ্ছিলেন মহিলা, হঠাৎ গলাভর্তি মদ খেয়ে গাড়ি নিয়েই পুকুরের জলে ঝাঁপালেন চালক, দৃশ্য দেখে চোখ নামালেন প্রতিবেশী
স্নানের সময় জলে পড়ল পুরসভার গাড়িImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2024 | 7:35 PM

বাঁকুড়া: বাড়ির সামনেই পুকুর। সেখানেই নিত্যদিনের মতো কাজে ব্যস্ত মহিলারা। কেউ বাসন ধুচ্ছেন। কেউ বা স্নান করবেন বলে তৈরি হচ্ছেন। আচমকাই হল বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ল পুরসভার আবর্জনা ফেলার গাড়ি। গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন ওই পুকুরের ঘাটে স্নানরতা এক মহিলা। এলাকাবাসীর দাবি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়েই এই বিপত্তি।

বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের তেলানি পাড়া এলাকার ঘটনা। ঘটনায় গুরুতর জখম মহিলাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবী মদ্যপ অবস্থায় গাড়িটি চালানোর ফলেই এই বিপত্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বিষ্ণুপুর পুর এলাকায় আবর্জনা সংগ্রহ করে যমুনাবাঁধ এলাকায় ডাম্পিং গ্রাউন্ডে ফেলে বিষ্ণুপুর পুরসভার একটি গাড়ি পুরসভায় ফিরছিল। গাড়িটি শহরের ১২ নম্বর ওয়ার্ডের তেলানি পুকুরের কাছাকাছি আসতেই আচমকাই রাস্তা ছেড়ে গাড়িটি তেলানি পুকুরের ঘাটে নেমে পড়ে। সেই সময় ঘাটে স্থানীয় চার জন মহিলা স্নান করছিলেন। গাড়িটিকে ঘাটের দিকে নেমে আসতে দেখে কোনও ক্রমে ঘাট থেকে সরে প্রাণে বাঁচেন তিন মহিলা। বুড়কি তাঁতি নামের এক মহিলা সরে পড়তে না পারায় গাড়িটি তাঁকে ঘাটেই পিষে দেয়। ঘটনায় গুরুতর জখম হন ওই মহিলা। এরপরই তড়িঘড়ি স্থানীয়রা গুরুতর আহত তাঁকে নিয়ে যান বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয়দের দাবী গাড়িটির চালক মদ্যপ থাকার কারনেই এই দুর্ঘটনা। অবিলম্বে চালকের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

বিষ্ণুপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, “এখানে কয়েকজন মহিলা স্নান করছিলেন। সেই সময় টোটো নিয়ে উল্টে পড়ে যায়। মহিলা আহত হয়েছেন। তবে আমরা পুরসভার পক্ষ থেকে সব দায়িত্ব নিয়েছি ওঁর চিকিৎসার।”

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের?
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের?
সুনীতায় মাথায় ফ্লুয়িড জমছে! কবে ফিরতে পারবেন, এখন কেমন আছেন তিনি?
সুনীতায় মাথায় ফ্লুয়িড জমছে! কবে ফিরতে পারবেন, এখন কেমন আছেন তিনি?
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল