Bankura: দানা খেয়ে ফেলেছে আস্ত রাস্তা, এখনও হয়নি সারাই, ‘প্রতিবাদে’ রাতের অন্ধকারেই চরম সিদ্ধান্ত গ্রামবাসীদের

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Nov 10, 2024 | 4:34 PM

Bankura: দানার প্রভাবে ভেঙেছিল কালভার্ট সংলগ্ন রাস্তা। প্রশাসন মেরামতির উদ্যোগ না নেওয়ায় এবার রাতের অন্ধকারে সেই কালভার্ট যাওয়ার রাস্তা কেটে দিলেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

Bankura: দানা খেয়ে ফেলেছে আস্ত রাস্তা, এখনও হয়নি সারাই, ‘প্রতিবাদে’ রাতের অন্ধকারেই চরম সিদ্ধান্ত গ্রামবাসীদের
এলাকার রাজনৈতিক মহলে শুরু চাপানউতোর
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বাঁকুড়া: দানা ঘূর্ণিঝড় ও তার জেরে ভারীবৃষ্টির প্রভাবে ভেঙে গিয়েছিল কালভার্টর একাংশ। ক্ষতিগ্রস্থ হয়েছিল কালভার্ট সংলগ্ন রাস্তাও। বারবার প্রশাসনিক আধিকারিকরা সেই ভাঙা রাস্তা পরিদর্শন করলেও মেরামতির কোনো উদ্যোগ নেয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাতের অন্ধকারে কেটে দিলেন কালভার্টে ওঠার রাস্তা। যাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চাপানউতোর। 

বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো গ্রাম পঞ্চায়েতের মুড়ামৌলি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি ছোট নদী। সেই নদীর উপর মন্ডলকুলি থেকে মুড়ামৌলি যাওয়ার রাস্তায় থাকা কালভার্ট দানার বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ভেঙে যায় কালভার্ট সংলগ্ন রাস্তাও। বারেবারে বিষয়টি জানানো হয় স্থানীয় ব্লক প্রশাসনকে। কিন্তু তারপরেও প্রশাসন ব্যবস্থা না নেয়নি বলে অভিযোগ। বিকল্প রাস্তা অনেক ঘুরপথে। সে কারণেই জীবনের ঝুঁকি নিয়ে সেই ভাঙা রাস্তা দিয়েই কালভার্ট পারাপার করছিলেন ধানাড়া, মন্ডলকুলি, ঢেকো এবং মেলেড়া সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। প্রশাসন রাস্তা ও কালভার্ট মেরামতের ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছিল এলাকার লোকজনের মধ্যে। এরমধ্যে রাতেই কেউ কেটে দিল কালভার্টে ওঠার রাস্তা। ফলে ওই কালভার্টর উপর দিয়ে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। 

যাঁদের অত্যন্ত জরুরি প্রয়োজন তাঁরাই আপাতত জীবনের ঝুঁকি নিয়ে হলেও কালভার্ট দিয়ে যাতায়াত করছেন। ঘটনাকে কেন্দ্র এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউচতোর। বিরোধীরা সুর চড়িয়েছে স্থানীয় প্রশাসনের অব্যবস্থার বিরুদ্ধে। অবিলম্বে কালভার্টটিকে ব্যবহারযোগ্য করে তোলার দাবিতে সরব হয়েছে বিরোধী বিজেপি। যদিও শাসক তৃণমূলের দাবি, জেলায় নির্বাচন চলায় বিধি মেনে উন্নয়ন মূলক কাজ থমকে আছে। নির্বাচনী বিধির সময়সীমা শেষ হলেই কালভার্ট মেরামতের কাজ শুরু করা হবে। 

Next Article