AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC leader threat: ‘তৃণমূল কর্মীরা এখনও লাঠি ধরতে ভুলে যায়নি’, খুল্লামখুল্লা হুমকি তৃণমূল নেতার

Bankura: বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ। বক্তব্য রাখতে উঠে শেখ হামিদ বিধায়কের উদ্যেশ্যে বলেন, "ধমক চমক দেবেন না। তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি।" একদম পরিষ্কার হুমকি দিলেন তিনি। তবে তৃণমূলের ব্লক সভাপতির এই হুমকির পাল্টা বিজেপি বিধায়কের কটাক্ষ, ইট মারলে পাটকেল খেতে হবে।

TMC leader threat: 'তৃণমূল কর্মীরা এখনও লাঠি ধরতে ভুলে যায়নি', খুল্লামখুল্লা হুমকি তৃণমূল নেতার
তৃণমূল নেতার হুংকারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 07, 2025 | 1:19 PM
Share

বাঁকুড়া: এসআইআর (SIR) নিয়ে টোটোয় করে দলীয় প্রচার করছিল তৃণমূল। আক্রমণ করা হচ্ছিল বিজেপি-কে। পরে বিজেপি বিধায়ক তার প্রতিবাদ করেন। এরপরই বাড়ির সামনে সভা করে বিধায়ককে নজিরবিহীন ভাষায় হুমকি দিলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ। বক্তব্য রাখতে উঠে শেখ হামিদ বিধায়কের উদ্যেশ্যে বলেন, “ধমক চমক দেবেন না। তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি।” একদম পরিষ্কার হুমকি দিলেন তিনি। তবে তৃণমূলের ব্লক সভাপতির এই হুমকির পাল্টা বিজেপি বিধায়কের কটাক্ষ, ইট মারলে পাটকেল খেতে হবে।

সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার ইন্দাসেও এসআইআর-এর ফর্ম বিতরণ শুরু হয়েছে। আর এই আবহে এসআইআর নিয়ে বিজেপি বিরোধী প্রচারে নেমেছে তৃণমূল। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি এসআইআর-এর নামে মানুষকে হয়রান করছে। এই দাবি তুলে রীতিমত টোটোয় চড়ে গোটা ব্লক এলাকায় প্রচার শুরু করেছে তৃণমূল। গতকাল অর্থাৎ ইন্দাস থানার কুশমুড়ি গ্রামে তৃণমূলের এই প্রচার টোটো গেলে টোটোয় থাকা তৃণমূল কর্মীদের স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল ধাড়া ধমক চমক দেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে গতকাল বিকালে বিধায়কের গ্রাম কুশমুড়ি বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল ব্লক নেতৃত্ব।

সেই সভা থেকেই বিধায়ককে উদ্দেশ্য করে নজিরবিহীনভাবে হুমকি দেন তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ। ২০১১ সালের আগে এলাকা থেকে সিপিএম-এর হার্মাদ তাড়ানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা হার্মাদদের রাস্তায়-রাস্তায় ছুটিয়েছি। আমাদের ধমক চমক দেবেন না। তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি। শুধু লাঠি ধরতে বারণ আছে। লাঠি ধরলে আপনার গাড়ি আসত থাকবে না, আপনার টিকিও খুঁজে পাওয়া যাবে না। আপনার অনুগামীদের খবর নেওয়ার জন্যেও কেউ থাকবে না।”

তৃণমূলের ব্লক সভাপতির এই হুঁশিয়ারির পাল্টা তাঁকে একহাত নিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক। তাঁর দাবি এসআইআর নিয়ে তৃণমূল মিথ্যা প্রচার করছে। সেই মিথ্যা প্রচার করতে তিনি নিষেধ করেছিলেন। এরপর তৃণমূল যদি ইট মারে, তো তাদের জেনে রাখা উচিত তারা পাটকেল খাবে। নির্মল বলেন, “আমি কোনও বাধা দিইনি। আমি ওদের বলেছি এসেছ চা খাও-মুড়ি খাও মিথ্যা প্রচার করো না।”