Trinamool Congress: ইস্যু এক মিছিল ভিন্ন, এক মিছিলে দেখা গেল না অন্য গোষ্ঠীকে, ওন্দার পর সোনামুখীতেও প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Jul 20, 2024 | 10:14 AM

Trinamool Congress: ২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে সোনামুখী শহরে মিছিল করে তৃণমূল। যার নেতৃত্বে ছিলেন সোনামুখীর উপ পুরপ্রধান তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। ওই মিছিলে দেখা যায়নি তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি, পুরপ্রধান-সহ অনেক নেতাকেই।

Trinamool Congress: ইস্যু এক মিছিল ভিন্ন, এক মিছিলে দেখা গেল না অন্য গোষ্ঠীকে, ওন্দার পর সোনামুখীতেও প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’
এলাকার রাজনৈতিক মহলে বাড়ছে চাপানউতোর
Image Credit source: TV-9 Bangla

Follow Us

সোনামুখী: ইস্যু এক। জায়গা এক। পতাকাও একই। কিন্তু, ভিন্ন ভিন্ন মিছিল। এক মিছিলে যোগ দিলেন না অপর গোষ্ঠীর লোকজন। ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতিকে ঘিরে ওন্দার পর এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ প্রকাশ্যে এল বাঁকুড়ার সোনামুখী ব্লকে। তাতেই অস্বস্তিতে শাসকদল। যদিও ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে চায়নি কোনও পক্ষই। 

প্রসঙ্গত, ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতিকে ঘিরে বারেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসছে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায়। বেশ কয়েকদিন আগে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ওন্দা বাজারে একই ইস্যুতে পৃথক মিছিল করে তৃণমূলের দুটি পৃথক গোষ্ঠী। পরে এক গোষ্ঠীর লোকজন হামলা চালায় দলেরই ব্লক কার্যালয়ে। যা নিয়ে ব্যাপক তোলপাড়ও চলে জেলার রাজনৈতিক মহলে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় একই ঘটনার সাক্ষী থাকল সোনামুখী। 

২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে সোনামুখী শহরে মিছিল করে তৃণমূল। যার নেতৃত্বে ছিলেন সোনামুখীর উপ পুরপ্রধান তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। ওই মিছিলে দেখা যায়নি তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি, পুরপ্রধান-সহ অনেক নেতাকেই। সেই মিছিলের ২৪ ঘণ্টা যেতে না যেতেই একই ইস্যুতে শুক্রবার সন্ধ্যায় সোনামুখী শহরে পাল্টা মিছিল করেন তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি বামাচরণ গরাই ও সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়। শুক্রবারের মিছিলে আবার দেখা মেলেনি উপ পুরপ্রধান-সহ তাঁর গোষ্ঠীর নেতাদের। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সোনামুখীতে একই ইস্যুতে তৃণমূলের পৃথক দুটি মিছিলকে ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টিকে ভাগ বাটোয়ারার জেরে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বলে দাবি করেছে বিজেপি। তৃণমূলের কোনও গোষ্ঠীই অবশ্য বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ বলে মানতে নারাজ। অস্বস্তি ঢাকতে জেলা নেতৃত্বও বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে চায়নি। 

Next Article