বাঁকুড়া: আচমকা গ্রামে ঢুকে পড়ল পাল পাল হাতি। একটা, দু’টো নয়, একেবারে ৫২ হাতি ঢুকে ব্যাপক তাণ্ডব চালল গ্রামে। তাণ্ডব চলল আলু জমিতেও। সোমবার রাতেই পশ্চিম মেদিনীপুর সীমানা পেরিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরের জঙ্গল হয়ে ৫২টি হাতির একটি দল জয়পুরের আধকাটার জঙ্গলে ঢুকে পড়ে। মঙ্গলবার রাতে হাতির দলটি সটান হাজির হয় জয়পুর ব্লকের আঙারিয়া গ্রামে। আচমকাই হাতির দলটি খাবারের খোঁজে মোট দু’টি বাড়িতে ভাঙচুর চালায় ববে জানা যাচ্ছে। ঘুমের মধ্যেই প্রবল শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে হাতির দল দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। ব্যাপক আতঙ্ক তৈরি হয় গোটা গ্রামে।
কোনওক্রমে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচে পরিবারগুলি। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতির দল গ্রাম থেকে বেরিয়ে গ্রাম লাগোয়া বিঘের পর বিঘে আলু জমিতে তাণ্ডব চালাতে শুরু করে। স্থানীয়দের দাবি, হাতির দলের হানায় দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কমবেশি প্রায় ৫০ বিঘে জমির আলু নষ্ট হয়েছে। গোটা ঘটনার জন্য বন দফতরের গাফিলাতিকেই দায়ী করেছেন গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বন দফতর হাতির দলকে ঠিকমতো নিয়ন্ত্রণ না করতে পারার ফলেই এই চূড়ান্ত ক্ষতির মুখে পড়তে হল গ্রামের চাষীদের। যদিও বন দফতরের দাবি, এলাকার হাজার হাজার মানুষ যেভাবে হাতি দেখতে হাজির হচ্ছে তাতে হাতির দল বিভ্রান্ত হয়ে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ছে। তার ফলেই হাতির দলের উপর নিয়ন্ত্রণ রাখা সমস্যা হয়ে উঠছে। তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও শোনা গিয়েছে।