Accident: রক্ত দিয়ে ফেরার পথে প্রাণ হারালেন ২ জন

Accident: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বিষ্ণুপুর হাসপাতালে অসুস্থ এক আত্মীয়ের জন্য রক্তদান করে বাইকে চড়ে পাত্রসায়ের থানার বামিরা গ্রামে ফিরছিলেন কৃষ্ণ বাগদী ও খোকন বাগদী নামের দুই যুবক। অন্যদিকে, বাইকে চড়ে বামিরা গ্রামের ব্যাঙ্ক থেকে টাকা তুলে কুশদ্বীপে নিজের বাড়িতে ফিরছিলেন নিতাই কুন্ডু।

Accident: রক্ত দিয়ে ফেরার পথে প্রাণ হারালেন ২ জন
পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2024 | 5:10 PM

বাঁকুড়া: দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল দু’জনের। আহত আরও একজন। বুধবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার কাঁকড়াশোল মোড়ের। পুলিশ আজ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বিষ্ণপুর জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বিষ্ণুপুর হাসপাতালে অসুস্থ এক আত্মীয়ের জন্য রক্তদান করে বাইকে চড়ে পাত্রসায়ের থানার বামিরা গ্রামে ফিরছিলেন কৃষ্ণ বাগদী ও খোকন বাগদী নামের দুই যুবক। অন্যদিকে, বাইকে চড়ে বামিরা গ্রামের ব্যাঙ্ক থেকে টাকা তুলে কুশদ্বীপে নিজের বাড়িতে ফিরছিলেন নিতাই কুন্ডু। কাঁকড়াশোল মোড়ের কাছে প্রবল বেগে দুটি বাইক একে অপরকে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়েন তিন জন। পরে গুরুতর আহত ৩ জনকেই উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা খোকন বাগদী ও নিতাই কুন্ডু কে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় গুরুতর আহত কৃষ্ণ বাগদী আপাতত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

মৃতের আত্মীয় বলেন, “বিষ্ণপুরে খোকন বাগদী বলে একজন মারা গিয়েছে। তাঁকে রক্ত দিতে এসেছিল কৃষ্ণ বাগদী। সেই সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত্যু হয়।”