Kunal Ghosh: ‘পশ্চিমবঙ্গ ফাইলস’ নিয়ে সুভাষকে জোর খোঁচা কুণালের, পাল্টা দিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদও
Subhas Sarkar: গত রবিবার বাঁকুড়ার পুয়াবাগানে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সুভাষ সরকার বলেছিলেন, কাশ্মীর ফাইলসের মতো পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে।
বাঁকুড়া: সোমবারই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার দাবি করেছিলেন, এ রাজ্যে আইনের শাসন তলানিতে ঠেকেছে। রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব তার প্রকৃষ্ট উদাহরণ। সাংসদ সুভাষের মন্তব্য ছিল, “আজ যেমন কাশ্মীর ফাইলস তৈরি হয়েছে, তেমনি আগামিদিনে পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। সেই পশ্চিমবঙ্গ ফাইলসে দেখতে পাওয়া যাবে কীভাবে মানুষকে মেরে কখনও গাছে ঝুলিয়ে দিচ্ছে, কখনও আবার হাইটেনশন তারে ঝুলিয়ে দিচ্ছে।” মঙ্গলবার তারই পাল্টা টুইটারে কটাক্ষের বাণ ছুঁড়ে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ লেখেন, ‘আর বাংলা করলে ট্রেলারেই থাকুক- শুভেন্দু ক্যামেরার সামনে নিচ্ছে / ছবির হিট গান/ কী চায় সুভাষের মন/ কামিনী না কাঞ্চন …’। এরই পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবেই।’
Bengal Files করবেন BJPর সুভাষ সরকার?? আগে Gujrat Files হোক।
আর বাংলা করলে ট্রেলারেই থাকুক- শুভেন্দু ক্যামেরার সামনে নিচ্ছে।
ছবির হিট গান- কী চায় সুভাষের মন- কামিনী না কাঞ্চন …
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 31, 2022
এদিন কুণাল ঘোষ বলেন, “বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে বলব বেঙ্গল ফাইলস নিয়ে আলোচনার আগে একটু গুজরাট ফাইলস আর উত্তরপ্রদেশ ফাইলসটা করে আসুন। তার পরেও যদি আপনার বেঙ্গল ফাইলস করার ইচ্ছা থাকে, তবে ছবির ট্রেলারে যে ছবিটা দেবেন সেটা শুভেন্দু অধিকারীর। ক্যামেরার সামনে নিচ্ছে (হাত কাচিয়ে দেখিয়ে)। এটা হবে আপনার বেঙ্গল ফাইলসের ট্রেলার। এর যে গানটা রাখবেন সেটা হচ্ছে, ‘কী চায় সুভাষের মন কামিনী না কাঞ্চন?’ অর্থাৎ তথাগত রায় যে বলেছেন বাংলার বিজেপিটা কামিনী আর কাঞ্চনে চলছে, সুভাষবাবু বেঙ্গল ফাইলসে এই গানটা যোগ করে দিন।”
গত রবিবার বাঁকুড়ার পুয়াবাগানে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সুভাষ সরকার বলেছিলেন, কাশ্মীর ফাইলসের মতো পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। তাঁর এই বক্তব্য সামনে আসতেই শুরু হয় বিতর্ক। কুনাল ঘোষ এদিন টুইটে কটাক্ষ করতে ছাড়েননি সুভাষ সরকারকে। পাল্টা সুভাষ সরকার বলেন, “কুণাল ঘোষ পশ্চিমবঙ্গের শাসনব্যবস্থার জন্যই আত্মহত্যা করতে চেয়েছিলেন। সেই দিনটার কথা আগে তিনি মনে করুন। তারপরে এই ধরনের অবান্তর কথা বলবেন। ২০১৮ সাল থেকে একের পর এক পরিকল্পিত হত্যা ও গনহত্যা ঘটেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ঘটনাগুলির প্রতিবাদ আসছে। তাই স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে।”