বাঁকুড়া: জেলা পরিষদের আসনে জয়ী সুজাতা মণ্ডল। ভোটের ময়দানে লড়াই কাকে বলে ২০১৯ সালে দেখিয়েছিলেন সুজাতা মণ্ডল। নিজে প্রার্থী না হয়েও দেখিয়েছিলেন প্রচার কাকে বলে। বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ প্রার্থী। অথচ এলাকায় ঢুকতেই পারেননি তিনি। মাটি কামড়ে সে সময় প্রচার করেছিলেন সুজাতা। সুজাতা তখন বিজেপি করেন, সৌমিত্রের স্ত্রীও। সৌমিত্রের জয়ের সিংহভাগের দাবিদার যে সুজাতা, তা এক বাক্যে মানেন বাঁকুড়ার বিষ্ণুপুরের লোকেরা। শাসকদলের চোখরাঙানি ছিল। তাকে ফুৎকারে উড়িয়ে প্রাক্তন স্বামীর জন্য মাঠেময়দানে দিনরাত এক করে প্রচার করেছিলেন।
তারপর অবশ্য দ্বারকেশ্বরের জল গড়িয়েছে বহুদূর। সুজাতা-সৌমিত্রের বিবাহবিচ্ছেদ, বিজেপি ছেড়ে সুজাতার তৃণমূলে যোগদান, বিধানসভা ভোটে ঘাসফুলের প্রতীকে তাঁর লড়াই, হার। তবে হার যে তিনি মানেননি, পঞ্চায়েত ভোটে লড়ে বুঝিয়ে দিলেন। বাঁকুড়া জেলা পরিষদের প্রার্থী সুজাতা মণ্ডল। প্রায় ১৮ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন তিনি।
সুজাতা মণ্ডল বলেন, “এই জয়ের প্রত্যাশা আমার ছিল। আমি জানতাম মানুষ বিপুল ভোটে জেতাবে। কতটা মার্জিন হবে, সেটার অপেক্ষায় ছিলাম। আমি যে অঞ্চল থেকে দাঁড়িয়েছি অত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকা। সেখানে আমরা গত একমাস মাটি কামড়ে পড়ে থেকেছি। বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেছি। এমনকী সবথেকে আমাদের আনন্দ, গত বিধানসভা, লোকসভায় যেখানে মাইনাস ছিল, সেগুলোকেও কভার করেছি, লিড দিয়েছি। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়।”
পঞ্চায়েত ভোটের সমস্ত খবরের LIVE UPDATE পেতে ক্লিক করুন এই লিঙ্কে